৩১ মার্চের পরও ফ্রি ডেটা পরিষেবা দেবে জিও !

Last Updated:

জিও গ্রাহকদের জন্য সুখবর ! ৩১ মার্চ জিও-র বিনামূল্যে ডেটা ও ভয়েস কলের পরিষবা শেষ হওয়ার কথা ৷ ৬ মাসের সফল পরীক্ষামূলক পরিষেবা প্রদান করেছে রিল্যায়েন্স জিও ৷ কিন্তু ৩১ মার্চের পর কী হবে ???

#মুম্বই: জিও গ্রাহকদের জন্য সুখবর ! ৩১ মার্চ জিও-র বিনামূল্যে ডেটা ও ভয়েস কলের পরিষবা শেষ হওয়ার কথা ৷ ৬ মাসের সফল পরীক্ষামূলক পরিষেবা প্রদান করেছে রিল্যায়েন্স জিও ৷ কিন্তু ৩১ মার্চের পর কী হবে ??? এরপর জিও গ্রাহকরা কী করবেন ৷ জিও পরিষেবার জন্য কত ট্যারিফ দিতে হবে তা নিয়ে গ্রাহকদের মধ্যে অনেকদিন ধরেই চলছিল জল্পনা ৷ কিন্তু জিও গ্রাহকদের আর চিন্তার কোনও কারণ নেই ৷ কারণ, ৩১ মার্চের পর আরও তিন মাস আপনি ‘ফ্রি’ হাই স্পিড ৪-জি ডেটা পাবেন জিও-র গ্রাহকরা ৷ তবে তার জন্য দিতে হবে শুধু মাত্র সার্ভিস ট্যাক্স৷
সূত্রের খবর, গ্রাহকদের জন্য নতুন ট্যারিফ প্ল্যান ৩০ জুন পর্যন্ত নিয়ে আসতে চলেছে সংস্থা ৷ মার্চ নয় এবার ৩০ জুন পর্যন্ত ৪জি হাই স্পিড ডেটা পাবেন গ্রাহকরা ৷ তবে প্রতি মাসে সার্ভিস ট্যাক্স-সহ অন্যান্য ট্যাক্সের জন্য দিতে হবে মাত্র ১০০ টাকা ৷ তবে ভয়েস কল করতে পারবেন একদল ফ্রিতে ৷
advertisement
গত চার মাসে জিও-র গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে প্রায় সাত কোটি ৷ সেপ্টম্বর মাসের ৫ তারিখ পথ চলা শুরু হয় জিও-র ৷ এরপর থেকে  ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে ৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের বিঘ্নহীন পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷
advertisement
লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ প্রতিয়োগিতার বাজারে টিকে থাকতে ও গ্রাহক টানতে বাকি টেলিকম সংস্থারাও কল রেট ও ডেটা প্ল্যানের দাম কমাতে বাধ্য হয়েছে ৷
advertisement
কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে এখনও কিছু জায়গায় ইন্টারকানেক্টিভিটির সমস্যা রয়ে গিয়েছে ৷ তবে এক আধিকারিক জানিয়েছেন, বিনামূল্যে পরিষেবার মেয়াদ শেষ হয়ে গেলেই বহু গ্রাহক জিও আর নাও ব্যবহার করতে পারেন ৷ তাই তাতে বড় ধাক্কা পেতে পারে সংস্থা ৷ জিও কানেকশন ছেড়ে তারা নিজেদের প্রাথমিক নম্বরে ফিরে যেতে পারে ৷ তাই ১০০ টাকা চার্জ করে তারা দেখে নিতে চায় এতে তাদের গ্রাহক সংখ্যার উপর কোনও প্রভাব পড়ছে কিনা ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩১ মার্চের পরও ফ্রি ডেটা পরিষেবা দেবে জিও !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement