ফের চমক রিল্যায়েন্সের, এবার জিও প্রাইম মেম্বর হতে পারবেন বিনামূল্যে !

Last Updated:

গ্রাহকদের জন্য রয়েছে জিও তরফ থেকে রয়েছে আরও একটি ধামাকেদার অফার ৷ বলা হচ্ছে জিও প্রাইম মেম্বর লাগতে আর লাগবে না ৯৯ টাকা ৷

#মুম্বই: ৩১শে মার্চ শেষ হওয়ার কথা ছিল রিলায়েন্স জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার। বিনামূল্যে ভয়েস কল ও ডেটা প্ল্যানের সৌজন্যে যা প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলিকে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু ফ্রি-য়ের জমানা শেষ হওয়ার পর কী হবে? জিও ব্যবহার করতে কত টাকাই বা খরচ করতে হবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল কোটি কোটি জিও গ্রাহকের মাথায়। সম্প্রতি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ঘোষণা করেন জিও প্রাইম মেম্বারশিপের ৷
সংস্থার তরফে জানানো হয়েছিল জিও প্রাইম মেম্বরশিপের জন্য মাত্র ৯৯ টাকা দিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে গ্রাহকদের ৷ এরপর প্রতি মাসে খরচ হবে ৩০৩ টাকা করে ৷ অর্থাৎ দিন প্রতি ১০ টাকা খরচ করলেই ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত জিও-র ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট, মিডিয়া সার্ভিস সব আনলিমিটেড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
কিন্তু গ্রাহকদের জন্য রয়েছে জিও তরফ থেকে রয়েছে আরও একটি ধামাকেদার অফার ৷ বলা হচ্ছে জিও প্রাইম মেম্বর লাগতে আর  লাগবে না ৯৯ টাকা ৷ কী করতে হবে এই অফার পেতে জানেন ?
advertisement
জিও প্রাইম মেম্বার হলে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত আপনি পেতে পারেন ফ্রি হ্যাপি নিউ ইয়ার অফারটি।
advertisement
- ৩১ মার্চের আগে ডাউনলোড করে নিন  জিও মানি অ্যাপ ৷
- অ্যাপে রেজিস্টার করুন এবং সিকিউরিটির জন্য বানিয়ে ফেলুন নিজস্ব চার ডিজিটের পিন।
- আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল জিও মানি ওয়ালেট থেকে রিচার্জ করলে ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবন ৷
- তাই ৯৯ টাকা রিচার্জ করুন ওয়ালেট থেকে ৷ দু’দিনের মধ্যেই পেয়ে যাবেন ৫০ টাকা ৷ রইল বাকি আরও ৫০ টাকা ৷
advertisement
-চিন্তা নেই সেই টাকা নিয়ে ৷ সেটাও আপনি ফেরত পেয়ে যাবেন ৷ এর জন্য ৩০৩ টাকার রিচার্জ করতে হবে ৷ জিও মানি দিয়েই ৷ তাহলে ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷
-অথার্ৎ ক্যাশব্যাকের মাধ্যমে আপনার ৯৯ টাকা ফিরে এল ৷ হিসেব মতো প্রাইম মেম্বর হয়ে গেলেন একদম বিনামূল্যে ৷
advertisement
-জিও প্রাইম-এর বিভিন্ন রিচার্জে ক্যাশ ব্যাকের অফার পাওয়া যাবে Paytm-এও।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফের চমক রিল্যায়েন্সের, এবার জিও প্রাইম মেম্বর হতে পারবেন বিনামূল্যে !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement