জিও-কে টেক্কা দিতে এয়ারসেলের নয়া আনলিমিটেড কল ও ডেটা অফার

Last Updated:

ধন ধনা ধন ও সামার সারপ্রাইজ অফার শেষ হওয়ার আগেই রিল্যায়েন্সের তরফে বেশ কয়েকটি নতুন আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে ৷

#নয়াদিল্লি: ধন ধনা ধন ও সামার সারপ্রাইজ অফার শেষ হওয়ার আগেই রিল্যায়েন্সের তরফে বেশ কয়েকটি নতুন আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে ৷ গ্রাহক ধরে রাখতে ফের নতুন চমক নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির সংস্থা ৷ নতুন অফার নিয়ে গ্রাহকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷
প্রতিযোগিতার বাজারে টেকে থাকতে ও জিও-কে টেক্কা দিয়ে নতুন অফার ঘোষণা করল এয়ারসেল ৷ নতুন অফারে ৩৪৮ টাকায় ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা দিচ্ছে এয়ারসেল ৷ অথার্ৎ দিনে সর্বোচ্চ ১ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ তবে এই মুহূর্তে কেবল উত্তরপ্রদেশে মিলবে অফারটি ৷ পরে গোটা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার ৷
advertisement
এয়ারসেলের প্রিপেড গ্রাহকরা কেবল এই সুবিধা পাবেন ৷ নাম দেওয়া হয়েছে FRC 348 । এই অফারে ৮৪ দিনের জন্য গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও এসটিডি কল করতে পারবেন যে কোনও নেটওয়ার্কে ৷ তবে মিলবে কেবল ৩জি ইন্টারনেট স্পিড ৷ অন্যদিকে, ৩৯৯ টাকায় ৪জি স্পিড অফার দিচ্ছে জিও ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-কে টেক্কা দিতে এয়ারসেলের নয়া আনলিমিটেড কল ও ডেটা অফার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement