Reliance Jio-DoT: কলকাতা এবং দিল্লিতে সফল ভাবে ৫জি পরীক্ষা করল জিও; জানাচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন

Last Updated:

কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে এই পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের পক্ষ থেকে।

 কলকাতা এবং দিল্লিতে সফল ভাবে ৫জি পরীক্ষা করল জিও; জানাচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন
কলকাতা এবং দিল্লিতে সফল ভাবে ৫জি পরীক্ষা করল জিও; জানাচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন
কলকাতা: সম্প্রতি শহরে ২৬ গিগাহার্ৎজ ব্যান্ডের উপর রিলায়েন্স জিও ইনফোকম ৫জি পরিষেবা সফল ভাবে পরীক্ষা করলেন এলএসএ অফিসাররা। কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে এটা করা হয়েছে বলে জানানো হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের পক্ষ থেকে।
জিও প্ল্যাটফর্মসের তৈরি করা রেডিও এমএমওয়েভের উপর অত্যন্ত দারুণ ২.১ জিবিপিএস থ্রুপুট প্রদর্শন করেছে জিও কলকাতা। শহরের লাইসেন্স সার্ভিস এরিয়াতে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের কাছেই এই থ্রুপুট দর্শানো হয়েছে। একটি বাণিজ্যিক নেটওয়ার্কে এমএমওয়েভ স্পেকট্রামের উপর দেশের প্রথম এফআই-২ স্ট্যান্ডঅ্যালোন মোড রেডিও স্থাপন করা হল। ৫জি স্পেকট্রামকে সাধারণত তিনটি 3GPP দ্বারা ফ্রিকোয়েন্সি রেঞ্জে ভাগ করা হয়েছে – লো, মিডিয়াম এবং হাই। যেখানে লো আর মিডিয়াম ব্যান্ডকে এফআর১ (সাব ৬ গিগাহার্ৎজ) হিসেবে এবং হাই ব্যান্ডকে এফআর২ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
advertisement
advertisement
জিও ট্রু ৫জি নেটওয়ার্ক একদিকে প্রশস্ত ও সর্বব্যাপী কভারেজের জন্য একাধিক রেঞ্জের স্পেকট্রাম বিকল্পকে সাপোর্ট করে এবং অন্য দিকে তা আবার উচ্চ মানের চ্যানেল ব্যান্ডউইদথও সাপোর্ট করে। যা দুর্দান্ত স্পিড প্রদান করতে সক্ষম। ইতিমধ্যেই এফআর১ লো আর মিডিয়াম ব্যান্ডে চার হাজারেরও বেশি জিও ট্রু gNB সাইটে পাওয়া যাচ্ছে জিও। এর ফলে কলকাতায় জিও-র ৫জি পরিষেবা দুর্দান্ত ভাবে পেয়ে যাচ্ছেন গ্রাহকরা।
advertisement
কলকাতার পরেই রাজধানী দিল্লিতেও সফল ভাবে ৫জি পরিষেবা পরীক্ষা করতে সক্ষম হয়েছে রিলায়েন্স জিও। সেখানকার লাইসেন্সড সার্ভিস এরিয়া (এলএসএ)-তে ২৬ গিগাহার্ৎজ অথবা মিলিমিটার (এমএমওয়েভ) এবং ৩৩০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের ব্যান্ডের উপর স্পিডও পরীক্ষা করা হয়েছে ৭ অগাস্ট। কলকাতা এবং দিল্লির আগে অবশ্য এই পরীক্ষা করা হয়েছে গুজরাত এবং মুম্বইয়ের মতো রাজ্যের লাইসেন্সড সার্ভিস এরিয়াতে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Reliance Jio-DoT: কলকাতা এবং দিল্লিতে সফল ভাবে ৫জি পরীক্ষা করল জিও; জানাচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement