পাঁচ মিনিটে এবার সিনেমা ডাউনলোড, সুবিধা দিচ্ছে জিও

Last Updated:

জিও-তে পাঁচ মিনিটে ডাউনলোড করা যেতে পারে একটি সিনেমা ৷

#মুম্বই: লঞ্চ হওয়ার পর থেকেই টেলিকম বাজারে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্স জিও ৷ এর মধ্যেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে জিও ৷ এবার টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও-এর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷
লঞ্চ হওয়ার পর থেকেই বিনামূল্যে ডেটা ও কলিংয়ের পরিষেবা দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও ৷ তবে শুরু দিকে জিও-স্পিড ও নেটওয়ার্ক নিয়ে বেশ কিছু অভিযোগ জানায় গ্রাহকরা ৷ তবে ট্রাইয়ের নতুন রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড জিও-র ৷ রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসে প্রতি সেকেন্ডে জিও-র ডাউনলোড স্পিড ছিল ১৬.৪৮ মেগা বাইটস ৷ অথার্ৎ জিও-তে পাঁচ মিনিটে ডাউনলোড করা যেতে পারে একটি সিনেমা ৷ এর জেরে নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন অফার নিয়ে এসেছে বাকি সংস্থাগুলি ৷
advertisement
সম্প্রতি ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) রিপোর্ট অনুযায়ী, ৪জি ডেটা স্পিডের দিক থেকে সকলকে পিছনে ফেলে এখন সেরা জিও ৷ ট্রাইয়ের তরফে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বাকি সংস্থাগুলির চেয়ে প্রায় দ্বিগুণ স্পিডে ৪ জি ডেটা পরিষেবা দিচ্ছে জিও। অথার্ৎ জিও-র গ্রাহকরা অন্য কোম্পানির গ্রাহকদের থেকে অনেক আগে ভিডি ডাউনলোড, আপলোড করতে পারছে ৷
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসে প্রতি সেকেন্ডে জিও-র ডাউনলোড স্পিড ছিল ১৬.৪৮ মেগা বাইটস ৷ যা ভারতী এয়ারটেল ও আইডিয়ার থেকে প্রায় দ্বিগুণ ৷ ডিসেম্বর মাস থেকে সব থেকে বেশি স্পিড দিচ্ছে জিও। বাকি কোনও সংস্থা জিও-র ধারেকাছে আসতে পারবে না। সেপ্টম্বর ২০১৬-তে ৪জি পরিষেবা চালু করেছিল রিল্যায়েন্স জিও ৷ সেপ্টম্বর মাসে রিল্যায়েন্সের নেটওয়ার্কে সর্ব্বোচ স্পিড ছিল ৭.২৬ এমবিপিএস ৷ যা নভেম্বর মাসে কমে গিয়ে হয় ৫.৮৫ এমবিপিএস ৷ জানুয়ারি মাসে জিওর ডেটা পরিষেবার স্পিড ছিল ১৬.৪৮ mbps থেকে ১৭.৪২ mbps-এর মধ্যে। এই স্পিডে একজন গ্রাহক পাঁচ মিনিটেরও কম সময়ে একটি সিনেমা ডাউনলোড করতে পারেন।
advertisement
মার্চে এয়াটেলের স্পিড ছিল ৭.৬৬ মেগা বাইটস ৷ আইডিয়ার ক্ষেত্রে তা ছিল ৮.৩৩ mbps
(Disclosure: News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio)
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পাঁচ মিনিটে এবার সিনেমা ডাউনলোড, সুবিধা দিচ্ছে জিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement