দিনে ১০ জিবি ফ্রি ডেটা দিচ্ছে রিল্যায়েন্স জিও ! সত্যি না গুজব?

Last Updated:

লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গ্রাহকদের জন্য একের পর এক নতুন অফার নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছে জিও ৷

#মুম্বই: লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ গ্রাহকদের জন্য একের পর এক নতুন অফার নিয়ে এসে বাজারে শোরগোল ফেলে দিয়েছে জিও ৷  ৪ মাসে রিল্যায়েন্স জিও-র গ্রাহকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাত কোটি ৷ বিনামূল্যে ভয়েস কল ও ডেটা পরিষেবাক সুবিধা পেতে জিও পরিবারের যোগ হয়েছে শয়ে শয়ে মানুষ ৷
তবে কর্মাশিয়াল লঞ্চের পর চিত্রটা একটু পরিবর্তন হয়েছে ৷ প্রথমে হাই স্পিড ৪ জি ডেটা লিমিট কমিয়ে করা হয় ৪ জিবি  ও পরে তা আরও কমিয়ে করা হয় ১ জিবি দিনে ৷ বেশিরভাগ মানুষই এখন ইন্টারনেট ব্যবহার করে থাকেন ৷ আর এই সুযোগের অপব্যবহার করা শুরু করে দিয়েছে সাইবার ক্রিমিনালরা ৷ বিনামূল্যে ডেটা পরিষেবা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ আর এই সুযোগের ফায়দা নিচ্ছেন কিছু অসৎ মানুষ ৷
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুজব রটে যে একটি সামান্য উপায়ে রিল্যায়েন্স পরিষেবাকে আপগ্রেড করে দিনে ১০ জিবি ফ্রি ডেটা পেয়ে যেতে পারেন আপনিও ৷ তবে সাবধান ৷ কারণ এটা একদমই সত্যি নয় ৷ আপনার কানেকশন আপগ্রেড করার জন্য আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে ৷ ওয়েবসাইট হল  http://upgrade-jio4g.ml/ ৷ সেখানে আপনাকে আপনার রাজ্যকে সিলেক্ট করে , ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস দিতে বলা হবে ৷ দ্বিতীয় স্টেপ হিসেবে আপনাকে ওই অ্যাপটি ডাউনলোড করতে বলা হবে ৷
advertisement
advertisement
সমস্যা হচ্ছে যে URL আপনাকে পাঠানো হবে সেটি নকল ৷ আপনার সমস্ত তথ্য চাওয়ার পর ১০জন বন্ধুর নাম শেয়ার করতে বলা হবে আপগ্রেড করার জন্য ৷ যারা এই ফাঁদে পড়ছেন তারা নিজেদের সমস্ত ডেটা দিয়ে ফেলছেন তেমনি বন্ধুদের নাম দিয়ে তাদেরও বিপদে ফেলছেন ৷ তাই সাবধান ৷ আর আপনার কাছে এরকম কিছু এলে জানবেন এটা সম্পূর্ণ ফেক ৷
advertisement
যদিও ওই পোজটির নিচে পরিষ্কার করে উল্লেখ করা আছে, ‘Go4G’ পরিষেবা রিলায়েন্স জিও-র সঙ্গে কোনওভাবেই সংযুক্ত নয়। তবুও জানা গিয়েছে, গ্রাহকরা ওই মেসেজের ফাঁদে পড়ে যাচ্ছেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দিনে ১০ জিবি ফ্রি ডেটা দিচ্ছে রিল্যায়েন্স জিও ! সত্যি না গুজব?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement