মাত্র ৩,৪৯৯ টাকায় ৪জি স্মার্টফোন লঞ্চ করল রিল্যায়েন্স ডিজিটাল
Last Updated:
বাজারে নতুন ৪জি স্মার্টফোন লঞ্চ করল রিল্যায়েন্স ডিজিটাল ৷ মডেলটির নাম Lyf Flame 7S ৷
#মুম্বই: বাজারে নতুন ৪জি স্মার্টফোন লঞ্চ করল রিল্যায়েন্স ডিজিটাল ৷ মডেলটির নাম Lyf Flame 7S ৷ মাত্র ৩,৪৯৯ টাকায় স্মার্টফোনটি পাওয়া যাবে যে কোনও রিল্যায়েন্স স্টোরে ৷
নতুন এই হ্যান্ডসেটটিতে রয়েছে অত্যাধুনিক ফিচার্স ৷ থাকছে ৪ ইঞ্চির টাচ স্ক্রিন ৷ ৪৮০ x৮০০ পিক্সেল রেজোলিউশন ৷ স্ক্রিনটি সুরক্ষিত রাখার জন্য থাকছে ড্রাগনট্রেইল গ্লাস ৷ ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর স্পিডট্রাম প্রসেসর রয়েছে নতুন ফোনটিতে ৷ পাশাপাশি থাকছে ১ জিবি র্যাম ৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি ৷
ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল সুটার ৷ সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ ৷ এই ফোনটির মাধ্যমে এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে ৷ Lyf Flame 7S রয়েছে ১৮০০ mAH ব্যাটারি ৷ ওয়াইফাই, ব্লুটুফ, মাইক্রো ইউএসবি, জিপিএস কানেকটিভিটি অপশন থাকছে ফোনে ৷
advertisement
Location :
First Published :
October 09, 2016 11:13 AM IST