বেজেললেস ফুল-স্ক্রিন ডিসপ্লে নিয়ে বাজারে এল শাওমি রেডমি- 5
Last Updated:
গত কয়েক বছরে দেশের সর্বোচ্চ বিক্রিত মোবাইল ফোনগুলির মধ্যে একেবারে প্রথম সারিতেই নিজের জায়গাটা বেশ পাকাপাকি করে নিয়েছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমি৷
#নয়াদিল্লি: গত কয়েক বছরে দেশের সর্বোচ্চ বিক্রিত মোবাইল ফোনগুলির মধ্যে একেবারে প্রথম সারিতেই নিজের জায়গাটা বেশ পাকাপাকি করে নিয়েছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমি৷ বাজারে নতুন ফোন লঞ্চ হতে না হতেই হট কেকের মতো উবে যেতে বেশি সময় নেয় না শাওমির জনপ্রিয় মডেলগুলি৷ গত মাসে ভারতের বাজারে স্মার্ট টিভি লঞ্চ করেছিল এই সংস্থা৷ ফের আরও একটা নতুন ফোন বাজারে নিয়ে এল শাওমি৷
গতকালই ভারতের বাজারে এসেছে শাওমির নতুন মডেল রেডমি 5৷ নতুন এই ফোনের অন্যতম আকর্ষণ এর বেজেললেস ফুল-স্ক্রিন ডিসপ্লে৷ ২০ মার্চ থেকে অ্যামাজন এবং এমআই.কম-এ ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে রেডমি 5৷ তিনটি আলাদা আলাদা ভার্সনে পাওয়া যাবে এই ফোনটি৷
• দাম শুরু ৭,৯৯৯ থেকে৷
advertisement
• ১৬ জিবি স্টোরেজ এবং ২ জিবি র্যাম-সহ ভার্সনটির দাম ৭,৯৯৯৷
advertisement
• ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যামের দাম ৮,৯৯৯ টাকা৷
• ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা৷
• সঙ্গে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷
• দু’টি ক্যামেরার সঙ্গেই রয়েছে এলইডি ফ্ল্যাশ৷
• ব্ল্যাক, গোল্ড, লেক ব্লু, রোজ গোল্ড- চারটি রঙে পাওয়া যাচ্ছে নতুন এই ফোনটি৷
advertisement
• ৩৩০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ রয়েছে রেডমি ৫-এ৷
• সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷
• তাপ নিয়ন্ত্রণের জন্য রয়েছে ডুয়াল পাইরোলিটিক টেকনোলজি৷
view commentsLocation :
First Published :
March 15, 2018 5:24 PM IST