বাজার কাঁপাচ্ছে Realme P3 Pro; চোখ ধাঁধিয়ে দেওয়া গ্লো-ইন-দ্য-ডার্ক ডিজাইন
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
5G Smartphones- ইতিমধ্যেই ওই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা একাধিক স্ট্যান্ড-আউট ফিচার পরীক্ষা-নিরীক্ষা করেছে। এর মধ্যে অন্যতম হল - গেমিং ক্যাপাবিলিটি, ডিসপ্লে এবং ব্যাটারি।
কলকাতা: ১৮ ফেব্রুয়ারি ভারতে আত্মপ্রকাশ করেছে Realme P3 Pro। ইতিমধ্যেই ওই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা একাধিক স্ট্যান্ড-আউট ফিচার পরীক্ষা-নিরীক্ষা করেছে। এর মধ্যে অন্যতম হল – গেমিং ক্যাপাবিলিটি, ডিসপ্লে এবং ব্যাটারি। সংশ্লিষ্ট স্মার্টফোনে আছে জিটি বুস্ট গেমিং টেকনোলজি, Krafton সঙ্গে কো-ডেভেলপমেন্ট। সেই সঙ্গে অপ্টিমাইজড ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া পারফরম্যান্সেরও প্রতিশ্রুতি মিলেছে। বর্তমানে আরও একটি অনন্য উপাদান প্রকাশ্যে এনেছে Realme। আর সেটা হল: গ্লো-ইন-দ্য-ডার্ক ডিজাইন।
Realme P3 Pro-তে থাকবে Luminous Colour-Changing Fiber-সহ Nebula Design
অফিসিয়াল প্রেস বিবৃতিতে সীলমোহর দিয়ে Realme-র তরফে জানানো হয়েছে যে, Realme P3 Pro-তে থাকবে সেলুলয়েড টেক্সচার-সহ Nebula Design। যা এর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ফোনে থাকবে Luminous Colour-Changing Fiber। যা অন্ধকারেও আলো শোষণ করে নেবে। এর ফলে একটা ফিউচারিস্টিক ছোঁয়া এসেছে এই ফোনের ডিজাইনে।
advertisement
advertisement
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই নতুন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার পেয়ে গেল ভারত!
এর পাশাপাশি একটি ৪২ ডিগ্রি গোল্ড কার্ভেচারের সঙ্গে বানানো হয়েছে এই ডিভাইসটি। এর ফলে গ্রিপ আর এরনোনোমিক্সও বেশ উন্নত হয়েছে। Realme P3 Pro মিলবে তিনটি আলাদা আলাদা রঙের বিকল্পে। এর মধ্যে অন্যতম হল — গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো এবং স্যাটার্ন ব্রাউন।
advertisement
এই ফোনের থাকবে একটি ৭.৯৯ এমএম-এর আল্ট্রা-স্লিম প্রোফাইল। আর উন্নত ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এটি IP66, IP68 এবং IP69 রেটিংয়ের চাহিদা পূরণ করতে পারে এই ফোন।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভের রয়েছে এমন একটি বিশ্বরেকর্ড, যা আজও কেউ ভাঙতে পারেনি
শক্তিশালী হার্ডওয়্যার এবং অপ্টিমাইজড গেমিং পারফরম্যান্স
advertisement
Realme P3 Pro-তে থাকবে Snapdragon 7s Gen 3 চিপসেট। যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। এর পাশাপাশি হ্যান্ডসেটে থাকবে ৬০০০ mAh ব্যাটারি। যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই ফোনের কোয়াড-কার্ভড ডিসপ্লে দারুণ ভিউয়িং এক্সপেরিয়েন্স প্রদান করে। অতিরিক্ত চাপের মধ্যেও পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে Aerospace-grade VC কুলিং সিস্টেম। গেমারদের জন্য সুবিধা দেবে GT Boost গেমিং।
advertisement
আসলে এর জন্য AI Ultra-Steady Frames, Hyper Response Engine এবং AI Ultra Touch Control-এর মতো ফিচার পাওয়া যাবে। ফলে বিজিএমআই-এর জন্য সবথেকে অপ্টিমাইজড স্মার্টফোনের মধ্যে অন্যতম হয়ে উঠবে এটি। বলে রাখা ভাল যে, লঞ্চ হওয়ার পর Flipkart এবং Realme-র অফিসিয়াল ই-স্টোর থেকে গ্রাহকরা কিনতে পারবেন Realme P3 Pro।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 4:05 PM IST