#নয়াদিল্লি: ভারতে স্মার্টটিভি, স্মার্টওয়াচ আর Buds Air Neo লঞ্চ করল Realme। এই প্রথম কোনও স্মার্টওয়াচ আর স্মার্টটিভি লঞ্চ করল Realme। অন্যদিকে Buds Air Neo সাহায্যে গ্রহাকদের সস্তায় অনেক ফিচার্স-সহ ওয়্যারলেস ইয়ারবাড কেনার সুযোগ দিচ্ছে Realme। গত বছর Buds Air লঞ্চ করেছিল কোম্পানি, এরই একাধিক আপগ্রেড-সহ এই ইয়ারফোন লঞ্চ করল Realme। এছাড়াও এদিন 10,000 mAh-এর একটই পাওয়ারব্যাঙ্কও Realme Power Bank 2 লঞ্চ করছে এই চিনের কোম্পানিটি।
Realme Smart TV স্পেসিফিকেশন
Experience #RealPicture #RealSound with #realmeSmartTV. Bezel-Less LED Display 24W Dolby Audio System Certified Android TV MediaTek Quad-core Processor
Available in: 32", 12,999 43", ₹21,999 First sale at 12 PM, 2nd June on https://t.co/HrgDJTHBFX & @Flipkart. pic.twitter.com/vsxTEghR5x — realme (@realmemobiles) May 25, 2020
এই টিভিতে থাকছে চারটি স্পিকার। মোট 24W আউটপুট পাওয়া যাবে। সঙ্গে রয়েছে Dolby Audio সাপোর্ট। টিভির ভিতরে রয়েছে MediaTek MSD6683 প্রসেসর, 1GB RAM ও 8GB স্টোরেজ। এই টিভিগুলি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এতে ভয়েস, Netflix, Amazon Prime Video আর গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা Hot Keys দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 3 HDMI, 2 USB আর একটি LAN, ডিজিটাল অডিও আউট আর Bluetooth 5.0 রয়েছে।
Realme Smart TV'র ৩২ ইঞ্চি ভেরিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা আর ৪৩ ইঞ্চি ভেরিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। ২ জুন দুপুর ১২ টা থেকে Flipkart ও Realme.com থেকে এই টিভি কেনা যাবে।
Realme Watch-এর স্পেসিফিকেশনRealme Watch দেখতে অনেকটা Apple Watch-এর মতো কিন্তু দামে এর থেকে অনেক কম। Realme Watch-এ রয়েছে একটি ১.৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, প্রোটেকশনের জন্য রয়েছে গোরিলা গ্লাস ৩, সঙ্গে রয়েছে 2.5D কার্ভড গ্লাস। কোম্পানির দাবি এক চার্জে ৯ দিন চলবে এই স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে ১৪টি স্পোর্টস মোড, রিয়্যাল-টাইম হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর এবং স্মার্ট নোটিফিকেশনস-এর মতো একাধিক ফিচার্স। এছাড়াও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে রয়েছে SpO2 সেন্সর।
Now is the #TimeToBeSmarter with #realmeWatch. It comes with: Large Colour Display Real-Time Heart Rate Monitor Blood Oxygen Monitor 14 Sports Modes Smart Notifications
Available at 3,999. Sale goes live at 12 PM, 5th June on https://t.co/HrgDJTHBFX & @Flipkart pic.twitter.com/M752nhPlPH — realme (@realmemobiles) May 25, 2020
অনেক স্মার্টওয়াচের মতো Realme Watch থেকে ভয়েস কলিং-এর অপশন নেই। যদিও ভয়েস কল রিজেক্ট করার অপশন রয়েছে। Realme Link অ্যাপের সাহায্যে এই স্মার্টওয়াচের সঙ্গে স্মার্টফোন কানেক্ট করা যাবে। এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে আগামী ৫ জুন থেকেই। এই ঘড়ির দাম মাত্র ৩,৯৯৯ টাকা।
Realme Buds Air Neo স্পেসিফিকেশনRealme Buds Air Neo-তে রয়েছে R1 চিপ। গত বছর ডিসেম্বরে Buds Air-এও একই চিপ ব্যবহার হয়েছিল। এতে রয়েছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। সেই ইয়ারফোনে 243.8ms ল্যাটেন্সি ছিল। Realme Buds Air Neo-তে রয়েছে 119.2 ms সুপার লো ল্যাটেন্সি। নতুন ইয়ারফোনে 13মিমি ড্রাইভার ব্যবহার হয়েছে। এর ফলে ইনস্ট্যান্ট অটো কানেক্ট হবে এই ইয়ারফোন।
Get ready to make #TrueWireless experience your #RealChoice with #realmeBudsAirNeo. Instant Auto Connection 13mm DBB Driver 17h Playback 119.2ms Super Low Latency Get the white variant in the Hate-to-Wait sale at 3 PM, on https://t.co/HrgDJTHBFX & @Flipkart, at 2,999. pic.twitter.com/GJmdHD48pd
— realme (@realmemobiles) May 25, 2020
Realme Buds Air Neo-তে টাচ কন্ট্রোল থাকচে। অর্থাৎ ইন্যারফোনে স্পর্শ করেই প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। থাকছে USB Type-C পোর্ট। কোম্পানির দাবি এক চার্জে ১৭ ঘণ্টা পর্যন্ত চলবে এই ইয়ারবাড।
Realme Buds Air Neo'র দাম ২,৯৯৯ টাকা। সাদা, সবুজ ও লাল রঙে এই ইয়ারফোন বিক্রি হবে। সোমবার দুপুর ৩টে থেকে বিক্রি শুরু হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Realme, Smart watch