২৯ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3, তার আগে জেনে নতুন স্মার্টফোনের নিন খুঁটিনাটি

Last Updated:

Realme GT Neo 3: গত মাসেই চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেখানে Realme GT Neo 3 ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় ২৪,০০০ টাকা থেকে ৩৩,৫০০ টাকা।

#নয়াদিল্লি: দীর্ঘদিনের অপেক্ষার পর লঞ্চ করা হতে চলেছে Realme GT Neo 3 স্মার্টফোন। আগামী ২৯ এপ্রিল ভারতে লঞ্চ করা হতে চলেছে Realme-র নতুন স্মার্টফোন। উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ এই ফোনটি লঞ্চ করার জন্য Realme ২৯ এপ্রিল ভারতীয় সময় বেলা সাড়ে ১২ টায় একটি ইভেন্টের আয়োজন করেছে। ১৫০ W ফাস্ট চার্জ এবং গেমিং ফোনের মতো ডিজাইন করা Realme GT Neo 3 ফোনে রয়েছে উন্নতমানের ক্যামেরা। এক নজরে দেখে নিন Realme GT Neo 3 ফোনের দাম-সহ নানা খুঁটিনাটি।
Realme GT Neo 3 ফোনের দাম (সম্ভাব্য) -
গত মাসেই চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেখানে Realme GT Neo 3 ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় ২৪,০০০ টাকা থেকে ৩৩,৫০০ টাকা। এ বার ভারতে লঞ্চ করা হতে চলেছে Realme GT Neo 3 ফোন। মনে করা হচ্ছে ভারতে Realme GT Neo 3 ফোনের ৩১,৯৯৯ টাকা থেকে শুরু করে ৩৫,৯৯৯ টাকার মধ্যে হতে পারে।
advertisement
Realme GT Neo 3 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন -
চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে (FHD+ AMOLED)। Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট (MediaTek Dimensity 8100 chipset) । Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে ৪,৫০০এমএএইচ (mAh) ব্যাটারি। Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে ১৫০ডাবলু (150W) ফাস্ট চার্জিং। এছাড়াও Realme GT Neo 3 স্মার্টফোনের অন্য মডেলে রয়েছে ৫,০০০এমএএইচ (mAh) ব্যাটারি। Realme GT Neo 3 স্মার্টফোনের এই মডেলে রয়েছে ৮০ডাবলু (80W) ফাস্ট চার্জিং।
advertisement
advertisement
Realme GT Neo 3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Realme GT Neo 3 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি শুটার (Sony IMX766 Primary Shooter)। এ ছাড়াও Realme GT Neo 3 ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Realme GT Neo 3 ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও Realme GT Neo 3 ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলার জন্য।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২৯ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3, তার আগে জেনে নতুন স্মার্টফোনের নিন খুঁটিনাটি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement