২৯ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3, তার আগে জেনে নতুন স্মার্টফোনের নিন খুঁটিনাটি

Last Updated:

Realme GT Neo 3: গত মাসেই চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেখানে Realme GT Neo 3 ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় ২৪,০০০ টাকা থেকে ৩৩,৫০০ টাকা।

#নয়াদিল্লি: দীর্ঘদিনের অপেক্ষার পর লঞ্চ করা হতে চলেছে Realme GT Neo 3 স্মার্টফোন। আগামী ২৯ এপ্রিল ভারতে লঞ্চ করা হতে চলেছে Realme-র নতুন স্মার্টফোন। উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ এই ফোনটি লঞ্চ করার জন্য Realme ২৯ এপ্রিল ভারতীয় সময় বেলা সাড়ে ১২ টায় একটি ইভেন্টের আয়োজন করেছে। ১৫০ W ফাস্ট চার্জ এবং গেমিং ফোনের মতো ডিজাইন করা Realme GT Neo 3 ফোনে রয়েছে উন্নতমানের ক্যামেরা। এক নজরে দেখে নিন Realme GT Neo 3 ফোনের দাম-সহ নানা খুঁটিনাটি।
Realme GT Neo 3 ফোনের দাম (সম্ভাব্য) -
গত মাসেই চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেখানে Realme GT Neo 3 ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় ২৪,০০০ টাকা থেকে ৩৩,৫০০ টাকা। এ বার ভারতে লঞ্চ করা হতে চলেছে Realme GT Neo 3 ফোন। মনে করা হচ্ছে ভারতে Realme GT Neo 3 ফোনের ৩১,৯৯৯ টাকা থেকে শুরু করে ৩৫,৯৯৯ টাকার মধ্যে হতে পারে।
advertisement
Realme GT Neo 3 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন -
চিনে লঞ্চ করা হয়েছে Realme GT Neo 3 ফোন। সেই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে (FHD+ AMOLED)। Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ চিপসেট (MediaTek Dimensity 8100 chipset) । Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে ৪,৫০০এমএএইচ (mAh) ব্যাটারি। Realme GT Neo 3 স্মার্টফোনে রয়েছে ১৫০ডাবলু (150W) ফাস্ট চার্জিং। এছাড়াও Realme GT Neo 3 স্মার্টফোনের অন্য মডেলে রয়েছে ৫,০০০এমএএইচ (mAh) ব্যাটারি। Realme GT Neo 3 স্মার্টফোনের এই মডেলে রয়েছে ৮০ডাবলু (80W) ফাস্ট চার্জিং।
advertisement
advertisement
Realme GT Neo 3 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Realme GT Neo 3 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি শুটার (Sony IMX766 Primary Shooter)। এ ছাড়াও Realme GT Neo 3 ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Realme GT Neo 3 ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও Realme GT Neo 3 ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২৯ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3, তার আগে জেনে নতুন স্মার্টফোনের নিন খুঁটিনাটি
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement