প্রতীক্ষার অবসান, বাজারে এল Realme 13 সিরিজ! কী কী থাকছে Realme 13 এবং Realme 13+ স্মার্টফোনে? জানুন বিশদে

Last Updated:

এই সিরিজে থাকছে দুটি স্মার্টফোন — Realme 13 এবং Realme 13+। উভয় স্মার্টফোনেই থাকছে FHD+ ডিসপ্লে।

প্রতীক্ষার অবসান, বাজারে এল Realme 13 সিরিজ! কী কী থাকছে Realme 13 এবং Realme 13+ স্মার্টফোনে? জানুন বিশদে
প্রতীক্ষার অবসান, বাজারে এল Realme 13 সিরিজ! কী কী থাকছে Realme 13 এবং Realme 13+ স্মার্টফোনে? জানুন বিশদে
অবশেষে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা লঞ্চ করল Realme 13 সিরিজ। এই সিরিজে থাকছে দুটি স্মার্টফোন — Realme 13 এবং Realme 13+। উভয় স্মার্টফোনেই থাকছে FHD+ ডিসপ্লে। আর দুটি ফোনই পরিচালিত হবে MediaTek Dimesnity চিপসেটের মাধ্যমে। এর পাশাপাশি দুটি ফোনেই থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০ mAh ব্যাটারি।
দাম:
Realme 13-র দুটি ভ্যারিয়েন্ট — 8GB+128GB এবং 8GB+256GB। দাম যথাক্রমে ১৭৯৯৯ টাকা এবং ১৯৯৯৯ টাকা। ডার্ক পার্পল এবং স্পিড গ্রিন রঙে মিলবে এই ফোন। অনলাইনে Flipkart এবং realme.in থেকে আগামী ৬ সেপ্টেম্বর থেকে কেনা যাবে এই ফোন। থাকছে ১০০০ টাকার ক্যাশব্যাক বেনিফিট এবং ৩০০০ টাকার প্রি-বুকিং অফার।
advertisement
advertisement
অন্যদিকে Realme 13+ এর তিনটি ভ্যারিয়েন্ট — 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB। দাম যথাক্রমে ২২৯৯৯ টাকা, ২৪৯৯৯ টাকা এবং ২৬৯৯৯ টাকা। ভিক্ট্রি গোল্ড, স্পিড গ্রিন এবং ডার্ক পার্পল এই তিন কালার অপশন মিলছে। অনলাইনে Flipkart এবং realme.in থেকে আগামী ৬ সেপ্টেম্বর থেকে কেনা যাবে এই ফোন। থাকছে ১৫০০ টাকার ক্যাশব্যাক বেনিফিট।
advertisement
Realme 13 বৈশিষ্ট্য:
এতে থাকছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। সেই সঙ্গে থাকছে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্ৎজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ৬৮০ নিটস পিক ব্রাইটনেস লেভেল। এই স্মার্টফোনটি চালনা করছে ৮ জিবি RAM-সহ MediaTek Dimensity 6300 চিপসেট। রয়েছে দুটি স্টোরেজ অপশন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। তবে মাইক্রোএসডি কার্ড ভরে মেমোরি বাড়ানো যেতে পারে।
advertisement
ড্যুয়াল সিম স্মার্টফোনটি চালিত হচ্ছে Android 14 অপারেটিং সিস্টেমের মাধ্যমে। সেই সঙ্গে থাকছে সংস্থার নিজস্ব Realme UI 5.0-এর লেয়ারও। এই ফোনের ক্যামেরাও বেশ ভাল। রয়েছে f/1.75 -সহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। আর রয়েছে f/2.4 aperture -সহ পোর্ট্রেট ক্যামেরা। ফ্রন্টে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও।
advertisement
এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আর জল কিংবা ধূলো প্রতিরোধী এই ফল। কারণ এতে রয়েছে IP64 রেটিং। সেই সঙ্গে এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।
Realme 13+ বৈশিষ্ট্য:
এই স্মার্টফোনটি চালনা করছে ১২ জিবি RAM-সহ octa-core MediaTek Dimensity 7300 চিপসেট। রয়েছে দুটি স্টোরেজ অপশন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। সেই সঙ্গে থাকছে ১২০ হার্ৎজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ২০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস লেভেল। স্ক্রিনের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে Panda Glass-এর লেয়ার। সেই সঙ্গে এতে আছে রেইন ওয়াটার টাচ সাপোর্টও।
advertisement
এই স্মার্টফোনটি চালিত হচ্ছে Android 14 অপারেটিং সিস্টেমের মাধ্যমে। থাকছে স্টিরিও স্পিকার এবং IP64 রেটিংও। যা ধূলোবালি এবং জল থেকে রক্ষা করবে ফোনটিকে। ডুয়াল ক্যামেরা এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেন সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। সেই সঙ্গে সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও। এছাড়া এই ফোনে রয়েছে ৫০০০ mAh ব্যাটারি। যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রতীক্ষার অবসান, বাজারে এল Realme 13 সিরিজ! কী কী থাকছে Realme 13 এবং Realme 13+ স্মার্টফোনে? জানুন বিশদে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement