কলকাতা: দারুন শক্তিশালী একটি স্মার্টফোন লঞ্চ করেছে Realme। বুধবার Realme 10T 5G লঞ্চ করা হয়েছে তাইল্যান্ডে। এটি সংস্থার একটি বেশ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির একটি।
এই ফোনে রয়েছে MediaTek Dimensity 810 5G প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Realme 10T 5G-কে বলা হচ্ছে Realme 9i 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। গত বছর আগস্টে ভারতে লঞ্চ করা হয়েছিল এই Realme 9i 5G।
আরও পড়ুন- কষ্টের টাকায় ফোন অর্ডার করেছিলেন অনলাইনে, যা জিনিস ডেলিভারি হল, চোখ কপালে উঠবে
জানা গিয়েছে, Realme 10T 5G ফোনের ৪জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের দাম ভারতীয় মু্দ্রায় প্রায় ১৬,৭০০ টাকা এবং ৮জিবি + ২৫৬জিবি ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২১,০০০ টাকা।
এই নতুন স্মার্টফোনটির রঙ নীল। তবে তাতে রয়েছে ভিন্নতা— ড্যাশ ব্লু এবং ইলেকট্রিক ব্লু কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। এটি Shopee এবং Lazada মত সাইট থেকে কেনা যাবে। এর বাইরে আর কোথায় কিনতে পাওযা যাবে, বা দাম কত হতে পারে, সে সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে এই ফোনে রয়েছে ডুয়াল-সিম (ন্যানো)। Android 12 ভিত্তিক এই স্মার্টফোনটি realme UI 3.0 দ্বারা চালিত। এতে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেট ও ৬.৬-ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০X২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে।
এই ফোনে ৮জিবি RAM এবং Mali-G57 MC2 GPU-সহ একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G প্রসেসর রয়েছে। এতে ভার্চুয়াল RAM সাপোর্ট-ও রয়েছে। এক্ষেত্রে, RAM ১৬জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
আরও পড়ুন- গান্ধীজি সেলফি তুলেছিলেন? এক ছবিতে তোলপাড় ইন্টারনেট, ঘটনা জেনে অবাক হবেন
ফোটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৪সিএম ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে ১৮W চার্জিং সাপোর্ট-সহ একটি ৫,০০০mAh ব্যাটারি রয়েছে।
এছাড়া রয়েছে 5G কানেক্টিভিটি, Wi-Fi, ব্লুটুথ 5.2, USB টাইপ-সি পোর্ট, OTG, Beidou, Glonass এবং GPS/A-GPS সাপোর্ট। ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনের নিরাপত্তার প্রাথমিক ধাপ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Realme, Smartphone