মাত্র ৯৯৯৯ টাকায় ল্যাপটপ ! ভাবা যায় !
Last Updated:
মাত্র ৯৯৯৯ টাকা দামের এই ল্যাপটপটি বাজারে এনেছে ভারতীয় সংস্থা আরডিপি।
#কলকাতা: আর হয়তো মোবাইল এবং ল্যাপটপের মধ্যে কোনও তফাৎই থাকল না ৷ এমনিতেই স্মার্টফোনের যুগে এখন ল্যাপটপের থেকে মোবাইল বা ট্যাবেই নিজের প্রয়োজনীয় কাজ সেরে নিতে বেশি ভালবাসেন মানুষ ৷ তাই বেশি দাম দিয়ে ল্যাপটপ এখন না কেনারই পক্ষপাতী সাধারণ মানুষ ৷ তাই ল্যাপটপের দামও এখন আগের তুলনায় অনেকটাই পড়ে গিয়েছে ৷ ১০ হাজারের মধ্যেও পাওয়া যাচ্ছে ল্যাপটপ ৷
মাত্র ৯৯৯৯ টাকা দামের এই ল্যাপটপটি বাজারে এনেছে ভারতীয় সংস্থা আরডিপি। নাম— ‘থিন বুক।’ সব রকম কাজ করা যাবে অথচ এমন কম দাম সত্যিই বিস্ময়কর। প্রথমেই দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই ল্যাপটপে।
আরডিপি-র ল্যাপটপে থাকবে ১৪.১ ইঞ্চি স্ক্রিন৷ ১৩৬৬X৭৬৮ রেজেলিউশনর ডিসপ্লে৷ ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ৷ ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারন্যাল স্টোরেজ বারানো যাবে। এই ল্যাপটপটি ‘উইনডোজ ১০’-এও চলবে৷ একবার চার্জ দিলে ৮ ঘণ্টা কাজ করা যাবে বলে দাবি সংস্থার। রয়েছে ওয়াইফাই, ইউএসবি-র সুবিধা৷ সঙ্গে দারুণ স্পিকার।
advertisement
advertisement
বড় শহরের পাশাপাশি ছোট শহর, এমনকী গ্রামাঞ্চলেও যাতে ল্যাপটপ কেনার আগ্রহ বাড়ে ৷ তার জন্যই এত কম দামে ল্যাপটপ বাজারে এনেছে সংস্থা ৷
Location :
First Published :
August 26, 2016 2:49 PM IST