Qualimate Tablet: বিদ্যুৎ বা ইন্টারনেটের খরচ নেই! মাত্র ২৭৫ টাকায় পাওয়া যাবে এই ট্যাবলেট! এখুনি জানুন

Last Updated:

Qualimate Tablet: ট্যাবলেট বিনা ইন্টারনেট এবং বিনা চার্জে কাজ করবে। এখুনি কিনে ফেলুন! চলছে সেল!

#নয়া দিল্লি: পরিবেশ বান্ধব ট্যাবলেট। তাও নিতান্ত সস্তায়। এমনই এক ডিভাইস পাওয়া যাচ্ছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon-এ। কোয়ালিমেট ট্যাবলেট (Qualimate Tablet) Amazon-এ মাত্র ২৭৫ টাকাতেই পাওয়া যাচ্ছে। এই ট্যাবলেটে রয়েছে ৮.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। বিশেষ করে বাচ্চাদের জন্য এই ট্যাবলেটে নিয়ে আসা হয়েছে। এই ট্যাবলেটে তারা নিজেদের পছন্দমতো যা খুশি লিখতে পারবে। লম্বায় ১৪.৫ সেন্টিমিটার এবং চওড়ায় প্রায় ১.৫ সেন্টিমিটার এই ট্যাবলেটের ঘনত্ব ২৩ সেন্টিমিটার এবং এর ওজন মাত্র ১৫৬ গ্রাম।
বাচ্চাদের জন্য এটি খুবই জনপ্রিয় একটি ডিভাইস হতে চলেছে। কারণ এই ট্যাবলেট বিনা ইন্টারনেট এবং বিনা চার্জে কাজ করবে। এ ছাড়াও বলা হচ্ছে যে এই ট্যাবলেট চোখের পক্ষে ততটা ক্ষতিকর নয়। এই ট্যাবলেটের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলেও চোখের কোন ক্ষতি হবে না। কারণ এই ট্যাবলেটে আলো না থাকলেও এটি ব্যবহার করা যাবে। টেক বিশেষজ্ঞ বনোয়ারি সিং জানিয়েছেন যে এটা বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। কারণ বাচ্চাদের ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইসের আলো এবং অন্যান্য রশ্মি ক্ষতিকারক হতে পারে। কিন্তু এই ট্যাবলেটে এমন কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে এই ট্যাবলেট ব্যবহার করার ফলে কাগজ, পেন্সিল, ইরেজার ইত্যাদির প্রয়োজনও অনেকটাই কম হবে।এই ট্যাবলেট খুব সহজেই বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে।
advertisement
advertisement
এ ছাড়াও এই ট্যাবলেট থেকে কোনও ধরনের আলোর বিকিরণ হবে না। এর ফলে দীর্ঘ সময় ধরে এই ট্যাবলেট ব্যবহার করলেও কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। টেক বিশেষজ্ঞদের মতে এই ট্যাবলেট স্মার্ট স্টাইল হওয়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই লেখা এবং আঁকা সম্ভব। এই ট্যাবের একটি ডুডল প্লেটে এক লাখের বেশি বার লেখা সম্ভব। কাগজে এই পরিমাণ লিখতে যত কাগজ লাগে, তাতে কাটা পড়ে তিনটি গাছ। ফলে পরিবেশ বাঁচাতেও সাহায্য করবে এই ট্যাব।
advertisement
এছাড়াও জানা গিয়েছে যে এই ট্যাবলেটের বৈদ্যুতিক খরচ খুব কম হবে। কারণ একটি ব্যাটারিতে এই ট্যাবলেট প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে। এ ছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই ট্যাবলেটের ব্যাটারি খুব সহজেই বদলে ফেলা যেতে পারে। এই ট্যাবলেটের ক্ষেত্রে কোনও ধরনের চার্জিং এবং কানেকশনের প্রয়োজন হবে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Qualimate Tablet: বিদ্যুৎ বা ইন্টারনেটের খরচ নেই! মাত্র ২৭৫ টাকায় পাওয়া যাবে এই ট্যাবলেট! এখুনি জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement