আগামী সপ্তাহেই লঞ্চ হতে পারে PUBG Mobile 2, ভারতে কি হবে লঞ্চ?

Last Updated:

আগামী সপ্তাহের শুরুতেই এই অ্যাপ লঞ্চ হতে পারে। দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন (Krafton) এর যাবতীয় দায়িত্ব নিয়েছে

PUBG Mobile 2: আর চিনা কোম্পানি নয়। ভারতে বড়সড় ধাক্কা খেয়ে এবার দক্ষিণ কোরিয়ার কোম্পানির হাত ধরে লঞ্চ হতে চলেছে বিখ্যাত গেমিং অ্যাপ PUBG Mobile 2। আগামী সপ্তাহের শুরুতেই এই অ্যাপ লঞ্চ হতে পারে। দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন (Krafton) এর যাবতীয় দায়িত্ব নিয়েছে। তবে, শুধু ভারতের ক্ষেত্রেই এই সংস্থা PUBG-র দায়িত্ব নিয়েছে না অন্যান্য ক্ষেত্রেও, তা জানা যায়নি। ডেভেলপারদের কাছ থেকে এই ব্য়াপারে কোনও তথ্য পাওয়া যায়নি।
pseudonym PlayerIGN নামে একজন টিপস্টারের Twitter থেকে PUBG Mobile 2-এর ব্যাপারে জানা যায়। তিনিই ঘোষণা করেন এই অ্যাপটি আগামী সপ্তাহে লঞ্চ করছে। তবে, পরে পোস্টটি ডিলিট করে দেন তিনি। ওই পোস্টে তিনি লঞ্চের কথা জানানোর পাশাপাশি জানিয়েছিলেন, এই অ্যাপে ২০৫১-এ গেম সেট করা হবে। সমস্ত অত্যাধুনিক অস্ত্র ও গ্যাজেট থাকবে। পাশাপাশি থাকবে একটি নতুন ম্যাপও।
advertisement
যদিও ক্র্যাফটন জানিয়েছে, এই অ্যাপ বা গেমটির কাজ এখনও চলছে। এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, তারা এই নিয়ে ঘোষণা করবে। যা আগামী সপ্তাহে হতে পারে।
advertisement
কয়েকটি রিপোর্ট বলছে, নতুন অ্যাপটি iOS ও অ্যান্ড্রয়েড উভয়ের ক্ষেত্রেই উপলব্ধ হবে।
এই টিপস্টারই গত মাসে জানিয়েছিলেন, PUBG 2 (PC ও consoles) এবং PUBG Mobile 2-এর কাজ চলছে। তিনি জানিয়েছিলেন, এই দু'টি যে আসবে বাজারে তা নিশ্চিত।
advertisement
চিনের সঙ্গে গত বছরের প্রায় শুরু থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি হওয়ার পর ওই দেশের একাধিক দ্রব্য বাতিল করে ভারত। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এমন অভিযোগ তুলে একাধিক অ্যাপও বাতিল করা হয়। চিনের একাধিক সংস্থার তরফে সাফাই এলেও তা গ্রাহ্য হয়নি। বাতিল হয়েছে TikTok, PUBG-র মতো একাধিক জনপ্রিয় অ্যাপ। তার পর Google Play Store আর Apple App Store থেকে সরিয়ে দেওয়া হয়েছিল PUBG Mobile ও PUBG Mobile Lite কে।
advertisement
এই নতুন অ্যাপটি ভারতে লঞ্চ করছেই কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আপাতত জনপ্রিয় গেমের ভারতে লঞ্চ ধোঁয়াশার মধ্যেই রয়েছে। ব্যান হওয়ার পর বার বার আশা জেগেছে। পুনরায় লঞ্চ হওয়ার নানা খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু বার বার মন ভেঙেছে PUBG-প্রেমীদের। তাই আপাতত অপেক্ষা আর নানা জল্পনাই সঙ্গী তাদের!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আগামী সপ্তাহেই লঞ্চ হতে পারে PUBG Mobile 2, ভারতে কি হবে লঞ্চ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement