থাকছে ড্রপ নচ ডিসপ্লে, Flipkart Big Billion Days Sale-এ লঞ্চ হতে চলেছে Poco C31!

Last Updated:

Flipkart Big Billion Days Sale হবে এই মোবাইল ফোনের (Mobile Phone) লঞ্চ, মনে করা হচ্ছে এই ফোন C3-এর মতোই ৬.৫৩ ইঞ্চির HD+ রেজোলিউশনের হবে।

poco c31 to be launched on flipkart big billion days sale
poco c31 to be launched on flipkart big billion days sale
#কলকাতা: শুরু হচ্ছে Flipkart Big Billion Days Sale, একাধিক ব্র্যান্ড এই সেলে নিজেদের নতুন প্রোডাক্ট লঞ্চ করে। সেই সব ব্র্যান্ডের মতো এই সেলে নিজেদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Poco। চলতি মাসের ৩০ তারিখ এই ই-কমার্স সাইটে লঞ্চ হবে Poco C সিরিজের নতুন মোবাইল ফোন (Mobile Phone) Poco C31।
সম্প্রতি সংস্থার তরফে Poco C31-এর একটি টিজার প্রকাশ করা হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে, এই ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকছে। ফোনের ডিসপ্লের চারপাশে খুবই সরু বর্ডার থাকছে। তবে, ডিসপ্লের নিচে যে কালো অংশ থাকে তা মোটাই থাকছে।
টিজারের মাধ্যমে মোবাইল ফোনের (Mobile Phone)  ফিচার্স, দাম বা স্ক্রিন সাইজ সম্পর্কে কিছু জানানো হয়নি। Flipkart Big Billion Days Sale এই ফোন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ৷  তবে, মনে করা হচ্ছে এই ফোন C3-এর মতোই ৬.৫৩ ইঞ্চির HD+ রেজোলিউশনের হবে। তবে, C3-র থেকে কিছু ফিচার্স আপডেটেড থাকবে। এই ফোনে থাকতে পারে MediaTek Helio G85 SoC।
advertisement
advertisement
Poco C31-এর আকর্ষণীয় ফিচার্স সম্পর্কে যা জানা যাচ্ছে-
5000mAh ব্যাটারির সঙ্গে এই ফোন বাজারে আসতে পারে, সঙ্গে থাকবে ফাস্ট চার্জিংয়ের সুবিধা-সহ চার্জার।
Poco-র ফোন ক্যামেরার জন্য অত্যন্ত জনপ্রিয়, যে কোনও সিরিজেই এই গুণগত মান বজায় রাখার চেষ্টা করে সংস্থা। ফলে এবারও তারা নিরাশ করবে না বলে মনে করা হচ্ছে। C31-এ থাকতে পারে ট্রিপল ক্যামেরা। ফ্রন্ট বা ব্যাকে কত মেগাপিক্সেল থাকছে তা এখনও জানা যায়নি। সঙ্গে কী কী রঙে এই ফোন পাওয়া যাবে তাও জানা যায়নি।
advertisement
যেহেতু এখন প্রায় সব স্মার্টফোনই 5G-র সঙ্গে বাজারে আসছে, তাই মনে করা হচ্ছে এই বাজেট ফোনটিও 5G-তেই লঞ্চ করবে।
এখানেই শেষ নয়, ফিচার্স দুরন্ত হলেও দাম সাধ্যের মধ্যেই থাকবে, টেক বিশেষজ্ঞদের মতে, C31-এর দাম হতে পারে ১০ হাজার টাকার মধ্যে।
advertisement
প্রসঙ্গত, এর আগে C সিরিজের C3 লঞ্চ হয়েছিল গত বছর। যাতে 6.53-inch HD+ (720x1,600 pixels) LCD ডিসপ্লে ছিল সঙ্গে Waterdrop-Style Notch এবং 20:9 আসপেক্ট রেশিও ছিল। Helio G35 SoC তৈরি এই ফোনে 4GB RAM, সঙ্গে ট্রিপল লেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটিও বাজেট ফোন। তাই C31 যদি C3-র আপডেটেড ভার্সন হয়, তা হলে ক্যামেরা এবং স্টোরেজে বেশ খানিকটা মিল পাওয়া যেতে পারে। ডিজাইনেও মিল থাকতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
থাকছে ড্রপ নচ ডিসপ্লে, Flipkart Big Billion Days Sale-এ লঞ্চ হতে চলেছে Poco C31!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement