স্মার্টফোনেই মিলবে ফোটোশপ! বড় সুখবর দিল Adobe, ছবি এডিটিং এবার মোবাইলেই

Last Updated:

Adobe-র এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন তাঁরা, যাঁরা নিজেদের স্মার্টফোনে প্রফেশনাল ফটো এডিটিং করতে চান। এখনও পর্যন্ত শুধুমাত্র ডেস্কটপ এবং iOS-এই মিলত Photoshop।

স্মার্টফোনেই মিলবে ফোটোশপ! বড় সুখবর দিল Adobe, ছবি এডিটিং এবার মোবাইলেই
স্মার্টফোনেই মিলবে ফোটোশপ! বড় সুখবর দিল Adobe, ছবি এডিটিং এবার মোবাইলেই
Android ব্যবহারকারীদের জন্য দারুণ খবর আনল Adobe। কারণ এবার থেকে Android-এ মিলবে Photoshop-এর সুবিধা। এর পাশাপাশি Adobe এ-ও ঘোষণা করেছে যে, একেবারে বিনামূল্যে দেওয়া হবে Firefly AI এবং অন্যান্য প্রিমিয়াম ফিচারও।
Adobe-র এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন তাঁরা, যাঁরা নিজেদের স্মার্টফোনে প্রফেশনাল ফটো এডিটিং করতে চান। এখনও পর্যন্ত শুধুমাত্র ডেস্কটপ এবং iOS-এই মিলত Photoshop। কিন্তু এবার এই সুবিধা গ্রহণ করতে পারবেন Android ব্যবহারকারীরা।
advertisement
advertisement
Firefly AI হল একটি আধুনিক ফিচার। যা ফটো এডিটিংকে আরও সহজ এবং কার্যকর করে তুলতে পারে। এর পাশাপাশি আরও নানা প্রিমিয়াম ফিচার বিনামূল্যে দিতে চলেছে Adobe। যা ব্যবহারকারীদের দারুণ এডিটিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে। Android-এর উপর Photoshop-এর লঞ্চ কিন্তু Adobe-র জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। যা আরও ব্যবহারকারীর কাছে পৌঁছতে সাহায্য করবে সংশ্লিষ্ট সংস্থাটিকে। ফলে বোঝাই যাচ্ছে যে, এবার থেকে নিজেদের Android স্মার্টফোনেই প্রফেশনাল কোয়ালিটির ফটো এডিটিং করতে পারবেন ব্যবহারকারীরা। আর এর জন্য অতিরিক্ত টাকাও গুনতে হবে না।
advertisement
আনুষ্ঠানিক লঞ্চ:
Android-এর জন্য আনুষ্ঠানিক ভাবে Photoshop অ্যাপটি লঞ্চ করেছে Adobe। আপাতত এই অ্যাপটি বিটা ভার্সনে রয়েছে। Google Play Store থেকে বিনামূল্যেই ডাউনলোড করা যাবে এই অ্যাপটি। তাতে থাকতে চলেছে Firefly-powered জেনারেটিভ এআই ফিচার। যার মধ্যে অন্যতম হল- Generative Fill, Adobe Stock Assets এবং Magic Wand। চলতি বছরের গোড়ার দিকে iOS-এ Photoshop-এর মোবাইল ভার্সন চালু করেছিল Adobe।
advertisement
Adobe Photoshop App ফিচারসমূহ:
Adobe-র তরফে জানানো হয়েছে যে, এর নতুন Android এবং iOS অ্যাপের মধ্যে থাকবে একাধিক মূল ফিচার। যার মধ্যে অন্যতম হল – লেয়ারিং, Firefly-powered জেনারেটিভ ফিল ইত্যাদি। আরও নানা ক্ষমতা পরে যোগ করা হবে।
advertisement
লেয়ারিং এবং মাস্কিং:
ব্যবহারকারীরা লেয়ার ব্যবহার করে একাধিক এলিমেন্ট অ্যাড এবং এডিট করতে পারবেন। আর মাস্ক ব্যবহার করে নন-ডেস্ট্রাকটিভ এডিটও করতে পারবেন।
সিলেকশন টুলস:
Object Select এবং Magic Wand টুলগুলির মাধ্যমে ব্যবহারকারীরা একটি ছবির বিভিন্ন অংশ দ্রুত এবং সূক্ষ্ম ভাবে আলাদা করতে পারবেন।
ব্রাশ টুলস:
Spot Healing Brush এবং Clone Stamp-এর মতো টুলের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি রিটাচ এবং রিফাইন করতে পারবেন।
advertisement
জেনারেটিভ ফিল:
Adobe-র Firefly AI দ্বারা চালিত এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট-ভিত্তিক প্রম্পট ব্যবহার করে এলিমেন্ট যোগ করা, মুছে ফেলা কিংবা মডিফাই করতে পারবেন।
Adjustment Layers এবং Blend Modes:
অ্যাডভান্সড এই টুলগুলির মাধ্যমে নিজেদের এডিট ফাইন-টিউন করতে সক্ষম হবেন অভিজ্ঞ ব্যবহারকারীরা।
Free Adobe Stock Assets:
এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে Adobe দ্বারা তৈরি ইমেজ এবং ডিজাইন রিসোর্স। যা অ্যাপের মধ্যেই সরাসরি পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
advertisement
কীভাবে ব্যবহার করা যাবে Adobe Photoshop App?
Google Play Store অথবা Apple App Store থেকে ডাউনলোড করার পর ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টে লগ-ইন অথবা সাইন-ইন করতে হবে। এরপরে সেখানে প্রাপ্ত টুলস ব্যবহার করে ব্যবহারকারীরা ছবি এডিট করতে পারেন। এই অ্যাপে থাকবে টিউটোরিয়াল। সেখান থেকেই সাহায্য পেয়ে যাবেন ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, এই অ্যাপে থাকে অন-অ্যাপ লার্নিং মডিউলও।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্মার্টফোনেই মিলবে ফোটোশপ! বড় সুখবর দিল Adobe, ছবি এডিটিং এবার মোবাইলেই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement