পুরোপুরি সুরক্ষিত নয়, অ্যাপে নতুন ফিচার ফিরিয়ে নিল পেটিএম

Last Updated:

গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়ে আপাতত PoS অ্যাপ তুলে নিল পেটিএম।

#নয়াদিল্লি:  দেশে বাতিল পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এখন তাই শহরে অন্তত মোবাইল ওয়ালেটের ব্যবহার প্রায় দ্বিগুণ হয়েছে ৷ হাতে ক্যাশের অভাব, তাই পেটিএম-মোবিক্যুইকের মতো ই-ওয়ালেটেই এখন টাকা রাখতে বাধ্য সাধারণ মানুষ ৷ যাতায়াতের ক্ষেত্রে তো বটেই, বিভিন্ন ছোট দোকানগুলিতেও এখন পেটিএমে টাকা নেওয়া হচ্ছে ৷ পেটিএমের চাহিদা এখন তুঙ্গে ৷ বুধবারই অ্যাপে নতুন ফিচার ‘পিওএস’ বাজারে এনেছিল সংস্থা ৷ কিন্তু আবির্ভাবেই বন্ধ করে দিতে হল ‘পয়েন্ট অফ সেল’ ফিচারকে ৷ কারণ এটি পুরোপুরি সুরক্ষিত কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে দেশের বিভিন্ন ব্যাঙ্ক ৷
কী সুবিধা রয়েছে পেটিএম অ্যাপের এই নতুন ফিচারে ?  পিওএস-এর মারফত ডেবিট ও ক্রেডিট কার্ড থেকেও টাকা মেটানো যাবে কার্ড ঘষার যন্ত্র না থাকলেও ৷ কিন্তু গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এই অ্যাপে পুরোপুরি সুরক্ষিত থাকছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে শিল্পমহল ৷
তবে আপাতত পেটিএম অ্যাপে পিওএস ফিচারটি তুলে নেওয়া হলেও ভবিষ্যতে সেটিকে পুরোপুরি সুরক্ষিত নিশ্চিত করেই বাজারে আনা হবে বলে জানিয়েছে সংস্থা ৷ তাদের দাবি, এই অ্যাপ দিয়ে লেনেদেনের সময়ে গ্রাহকের কার্ডের তথ্য সংস্থা অ্যাপ বা সার্ভারে জমা থাকে না ৷ তাই এতে লেনদেনে কোনও ভয় নেই গ্রাহকদের ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পুরোপুরি সুরক্ষিত নয়, অ্যাপে নতুন ফিচার ফিরিয়ে নিল পেটিএম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement