#মুম্বই: ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য ৷ যারা জিও পরিষেবার ফ্রি পরিষেবা উঠে যাওয়ার খবর পেয়ে মাথায় হাত দিয়েছিলেন, তারা না হয় ফের নড়ে চড়ে বসুন ৷ কারণ, বাড়তে চলেছে জিও ফ্রি পরিষেবার মেয়াদ ৷ যারা এখনও পর্যন্ত জিও সিমকে প্রাইম করে উঠতে পারেননি, তারাও পেতে চলেছেন আরও একটু অবসর ৷শুক্রবার জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল রিল্যায়েন্স জিও ৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বরশিপ নেওয়ার শেষ তারিখ এবার ১৫ এপ্রিল পর্যন্ত করা হল ৷ অথার্ৎ ১৫ এপ্রিলের মধ্যেই যদি ৯৯ টাকা দিয়ে জিও প্রাই মেম্বর হয়ে যান তাহলে জিও-র সমস্ত অফারের সুবিধা আপনি পেয়ে যাবেন ৷ তবে গ্রাহক টানতে আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স ৷ সেটা হল ১৫ এপ্রিলের আগে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ অথার্ৎ এরপর তাদের আবার জুলাই মাসে গিয়ে রিচার্জ করতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Jio, JIO Prime, Mukesh Ambani