WhatsApp-এর সব পুরনো চ্যাট গুগল ড্রাইভ থেকে এক্সপোর্ট করতে চান? রইল উপায়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গুগল ড্রাইভে WhatsApp ব্যাক-আপ সংরক্ষণ করার উপায়
বলা যায়, আজকালকার দিনে হোয়াটসঅ্যাপ ছাড়া জীবন প্রায় অচল! আসলে বিগত কয়েক বছরে এটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। WhatsApp-এর মাধ্যমে চ্যাট করার ক্ষেত্রে কখনও কখনও এমন কিছু গুরুত্বপূর্ণ বার্তা বা নথি আসে, যা আলাদা ভাবে সেভ করে স্মার্টফোনের স্টোরেজে রাখার প্রয়োজন হয়ে পড়ে।
কিন্তু দিনের পর দিন এমন ধরনের জরুরি তথ্য জমতে থাকার কারণে ধীরে ধীরে স্মার্টফোনের স্টোরেজ ভরে যায়। যার ফলে অনেক সময় ফোন হ্যাং হতে শুরু করে। এই সমস্যা এড়ানোর জন্য কেউ কেউ নিয়মিত পুরনো চ্যাট মুছে ফেলতে থাকেন। কিন্তু কোনও ব্যবহারকারী যদি গুগল ড্রাইভ ব্যবহার করে থাকেন, তাঁদের স্টোরেজের কোনও অভাব থাকে না। চ্যাট ছাড়াও এতে ছবি এবং ভিডিও সেভ করে রাখা সম্ভব। আবার কখনও কখনও ইউজাররা ফোনের স্টোরেজ খালি করতে এই সব তথ্য এবং ছবি অথবা ভিডিও এসডি কার্ডেও স্থানান্তর করে থাকেন। কিন্তু ক্লাউড স্টোরেজ পাওয়ার পর এর আর প্রয়োজন হবে না।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
WhatsApp চ্যাট ব্যাক-আপ করার উপায়:
advertisement
WhatsApp চ্যাট ব্যাক-আপে একটি নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এই বিভাগে যাওয়ার পরে, ইউজাররা গুগল ড্রাইভে ব্যাক-আপ স্পষ্ট ভাবে দেখতে পাবেন। এর উপর ক্লিক করে চ্যাট হিস্ট্রি, মেসেজ, ছবি এবং ভিডিওগুলির পাশাপাশি অডিও ফাইলগুলির ব্যাক-আপ করা সম্ভব। অর্থাৎ এই ভাবে এক ক্লিকেই গুগল ড্রাইভে ব্যাক-আপ করা খুবই সহজ। এর জন্য প্রথমে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ড্রাইভে লগ-ইন করতে হবে। এর পরেই ইউজাররা তা ব্যাক-আপ নিতে পারবেন।
advertisement
গুগল ড্রাইভে WhatsApp ব্যাক-আপ সংরক্ষণ করার উপায়:
১) গুগল ড্রাইভে WhatsApp-এর ব্যাক-আপ নেওয়ার জন্য প্রথমে অ্যাপটি খুলতে হবে।
২) এর পর অপশন বাটনে ক্লিক করে সেটিংস-এ ক্লিক করতে হবে।
৩) এ বার বিভিন্ন অপশন দেখতে পাওয়া যাবে। এর পর উপরের চ্যাট টিউটোরিয়ালটিতে ক্লিক করতে হবে।
৪) এখন চ্যাট ব্যাক-আপে ক্লিক করতে হবে এবং নিচের দিকে স্ক্রোল করতে হবে।
advertisement
৫) এখানে backup to Google Drive-এ ক্লিক করে ইউজাররা একে এক্সপোর্ট করতে পারেন।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
পিডিএফ ফাইলে WhatsApp চ্যাট সংরক্ষণ করার উপায়:
১) পিডিএফ ফাইলে WhatsApp চ্যাট সংরক্ষণ করতে এবং এটি যে কারও সঙ্গে শেয়ার করার জন্য প্রথমে অ্যাপটি খুলতে হবে।
advertisement
২) এর পর চ্যাট ব্যাক-আপ নিতে যে কোনও একটি নম্বরে ক্লিক করতে হবে।
৩) এখন উপরের ডান দিকে যে ৩টি ডট দেখা যাচ্ছে, তার উপর ক্লিক করতে হবে।
৪) এখানে ইউজাররা এক্সপোর্ট চ্যাটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি অপশন দেখতে পাবে।
৫) ফটো এবং ভিডিও-সহ সেভ করার জন্য include media-তে ক্লিক করতে হবে। না-হলে এটা ছাড়া without media-তে ক্লিক করতে হবে৷
advertisement
৬) এ-বার এই ফাইলটি ইউজাররা যে কারও সঙ্গে শেয়ার করতে পারবেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 12:48 PM IST