#কলকাতা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তাদের ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে একের পর এক ফিচার। সম্প্রতি WhatsApp-এর তরফে লঞ্চ করা হয়েছে আরও কয়েকটি ফিচার। WhatsApp-এর নতুন ফিচারগুলো হল ফ্ল্যাশ কলস (Flash Calls), মেসেজ লেভেল রিপোর্টিং (Message Level Reporting) এবং স্টিকার মেকার (WhatsApp Sticker Maker)। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে এই সব নতুন ফিচার। WhatsApp-এর নতুন ফিচার ফ্ল্যাশ কলস অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করতে পারবে। মেসেজ লেভেল রিপোর্টিং ফিচারের মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট মেসেজ এনেবল করতে পারবে। এই দুই ফিচার আনার কয়েক দিনের মধ্যেই WhatsApp-এর তরফে লঞ্চ করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি ফিচার স্টিকার মেকার।
WhatsApp Sticker Maker-
এত দিন ধরে WhatsApp-এর ইউজাররা লাইব্রেরি থেকে স্টিকার ব্যবহার করতে পারত এবং অন্য থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে স্টিকার ব্যবহার করতে পারত। কিন্তু এখন ইউজাররা নতুন ফিচারের মাধ্যমে নিজেদের স্টিকার ব্যবহার করতে পারবে। এই জন্যই WhatsApp নিয়ে এসেছে নিজেদের স্টিকার মেকার অ্যাপ। WhatsApp-এর এই নতুন ফিচার নিয়ে আসা হয়েছে পার্সোনাল কম্পিউটার ইউজারদের জন্য। উইন্ডোজ (Windows) এবং ম্যাকের (Mac) জন্য WhatsApp Web এবং WhatsApp ডেস্কটপ বেসড অ্যাপ নিয়ে আসা হয়েছে। WhatsApp স্টিকার মেকার WhatsApp ওয়েবের মাধ্যমে ব্যবহার করা যাবে এবং আগামী সপ্তাহেই এটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন - 5G-তেই আটকে? ভারতে লঞ্চ হতে চলেছে 6G টেকনোলজি! কেন্দ্রীয় মন্ত্রী জানালেন...
WhatsApp Sticker Maker ব্যবহার করার উপায়-
স্টেপ ১ - প্রথমেই WhatsApp-এর চ্যাট উইন্ডো (Chat Window) ওপেন করতে হবে।
স্টেপ ২ - এর পর ক্লিক করতে হবে পেপারক্লিপ আইকন (Paperclip Icon)।
স্টেপ ৩ - এর পর ক্লিক করতে হবে স্টিকার (Sticker) অপশন।
স্টেপ ৪ - এর পর ফটো আপলোড করে ক্রিয়েট করতে হবে কাস্টমার স্টিকার।
স্টেপ ৫ - এর পর আউটলাইন দিয়ে ক্রপ করে সেই ফটোকে স্টিকারে পরিণত করতে হবে।
আরও পড়ুন - ৬০ হাজার টাকায় স্কুটার! ভারতের বাজারে একাই রাজত্ব করতে আসছে Oppo
স্টেপ ৬ - এর পর সেখানে নিজেদের পছন্দমত ইমোজি, স্টিকার এবং টেক্সট যোগ করতে হবে। এছাড়াও এখানে রোটেট করে বিভিন্ন স্টিকারের উপাদান যোগ করা যাবে।
স্টেপ ৭ - এর পর নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিয়েট করা হয়ে গেলে, সেটি শেয়ার করতে হবে। সেন্ড (Send) বাটনে ক্লিক করে সেই কাস্টম মেড স্টিকার নিজেদের বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Whatsapp, Whatsapp feature, WhatsApp stickers, Whatsapp update