WhatsApp-এর নয়া ফিচার! অন্য অ্যাপ থেকেও ইমেজ এবার করা যাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এই নতুন ফিচারের সমস্ত খুঁটিনাটি।
সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে WhatsApp-এর অসংখ্য ইউজার। বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। বিশ্ব জুড়ে WhatsApp-এর সকল ইউজারদের জন্য একটি সুসংবাদ রয়েছে। Meta-র জনপ্রিয় এই অ্যাপ্লিকেশনটি তারিখ অনুসারে মেসেজ অনুসন্ধান করার এবং অন্যান্য অ্যাপ থেকে ছবি, ভিডিও এবং নথি খুঁজে বের করা এবং তা ড্রপ করার ফিচার চালু করতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এই নতুন ফিচারের সমস্ত খুঁটিনাটি।
WABetaInfo-এর তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে যে, “এই ফিচারটির জন্য মেসেজগুলি অনুসন্ধান করার জন্য একটি নির্দিষ্ট তারিখে যাওয়া সহজ। এছাড়াও, অ্যাপ স্টোর থেকে সর্বশেষ ২৩.১.৭৫ আপডেট এখন ইউজারদের শুধুমাত্র তাদের অনলাইন স্টেটাস লুকানোর অনুমতি দেয়ই না, বরং কথোপকথনের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট বার্তাগুলি অনুসন্ধান করার ক্ষমতাও দেয়।" সেই রিপোর্ট অনুসারে, নতুন বিকল্পটি ব্যবহার করার জন্য ইউজারদেরে একটি কথোপকথনে সার্চ মোড এনেবল করতে হবে, যদি সেটি তাদেঁর WhatsApp অ্যাকাউন্টের জন্য উপলব্ধ থাকে। এই ফিচারের সাহায্যে, ইউজারদের চ্যাট হিস্টরি এবং অতীতে শেয়ার করা বার্তাগুলির উপর আরও নিয়ন্ত্রণ থাকবে। এছাড়াও, ইউজাররা শেষ পর্যন্ত নিজেদের WhatsApp চ্যাটে অন্যান্য অ্যাপ থেকে ছবি, ভিডিও এবং নথি শেয়ার করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
ইউজাররা যদি এই ফিচারগুলি দেখতে না পান, তাহলে তাঁদের অনুগ্রহ করে ভবিষ্যতের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে৷ মিডিয়া ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার ক্ষমতা এবং তারিখের সাহায্যে মেসেজ খোঁজার ফিচার আপাতত নির্দিষ্ট কিছু ইউজারদের জন্য চালু করা হয়েছে। যাঁরা অ্যাপ স্টোর থেকে WhatsApp-এর সর্বশেষ সংস্করণগুলি ইনস্টল করবেন, তাঁরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে যে WhatsApp আগামী দিনে আরও বেশি ইউজারের কাছে নতুন এই ফিচার রোল আউট করবে৷
advertisement
advertisement
আরও জানা গিয়েছে যে, এই মেসেজিং অ্যাপ্লিকেশন একটি নির্দিষ্ট গ্রুপে অংশগ্রহণকারীদের জন্য দ্রুত এবং সহজে মেসেজ করার জন্য গ্রুপ অ্যাডমিনদের জন্য কিছু নতুন শর্টকাট চালু করতে চলেছে। নতুন শর্টকাটগুলি গ্রুপের সদস্যদের মধ্যে কাজ করবে। WhatsApp-এ এখন একটি গ্রুপে ১০২৪ জন অংশগ্রহণ করতে পারেন। নতুন ফিচার চালু করা হবে, গ্রুপ অ্যাডমিনরা যেন ব্যক্তিগতভাবে এত বড় সংখ্যক অংশগ্রহণকারীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। এই ফিচারটি গ্রুপ অ্যাডমিনদের একটি উল্লেখযোগ্য পরিমাণ সময় বাঁচাতে পারে, কারণ যোগাযোগের তথ্য খুঁজতে তাঁদের আর গ্রুপ ইনফো স্ক্রিনে নেভিগেট করতে হবে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 5:31 PM IST

