WhatsApp proxy: WhatsApp-এর নয়া চমক! এবার ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp এমন একটি ফিচার চালু করেছে যা ইন্টারনেট ব্লক হয়ে গেলেও প্রক্সি সার্ভারের সঙ্গে সংযোগ করে মেসেজ সরবহরাহ করতে পারবে।
WhatsApp Proxy: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp সম্প্রতি নতুন এক ফিচার নিয়ে এসেছে, যার সাহায্যে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই চ্যাট করতে পারবেন। একটি ট্যুইটে এই ফিচার সম্পর্কে নানা তথ্য দিয়েছে কোম্পানি। মেটা-সংস্থা তার ট্যুইটে লিখেছে যে এটি ব্যবহারকারীদের বিনামূল্যে চ্যাট করার ফিচার উপহার দিতে চলেছে। এই চ্যাটগুলিতে ব্যবহারকারীদের প্রাইভেসির বিষয়টিও মাথায় রাখা হবে।
এর জন্য WhatsApp এমন একটি ফিচার চালু করেছে যা ইন্টারনেট ব্লক হয়ে গেলেও প্রক্সি সার্ভারের সঙ্গে সংযোগ করে মেসেজ সরবহরাহ করতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন। এছাড়াও প্রক্সি সার্ভার থেকে প্রেরিত এবং প্রাপ্ত সমস্ত মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হবে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
এদিকে ইরানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সারা বিশ্বকে এক হওয়ার ডাক দিয়েছে এই সংস্থা। WhatsApp ইরানের জনগণকে সাহায্য করার জন্য সারা বিশ্বের নেটাগরিকদের এক হওয়ার আবেদন জানিয়েছে। WhatsApp এর জন্য প্রক্সি সরবরাহ করতে বলেছে যাতে ইরানের জনগণ কোনও রকম বাধা ছাড়াই WhatsApp মেসেজের মাধ্যমে সংযুক্ত থাকতে পারেন।
advertisement
advertisement
WhatsApp আরও লিখেছে যে, যদি অন্যান্য দেশেও WhatsApp ব্লক করা হয় তবে তারাও যেন বন্ধু এবং পরিবারের সঙ্গে যুক্ত থাকতে প্রক্সি ব্যবহার করেন। প্রক্সি সার্ভারের মাধ্যমে প্রেরিত সমস্ত মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করার দায়িত্ব নেবে কোম্পানি এবং এই মেসেজগুলি সম্পূর্ণ ভাবে সুরক্ষিত রাখার দায়িত্ব নিতেও প্রস্তুত WhatsApp।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
প্রক্সি লিঙ্ক শেয়ার
advertisement
সংস্থা জানিয়েছে যে, ইন্টারনেট বন্ধের কারণে ব্যবহারকারীদের যদি WhatsApp-এ যোগাযোগ করতে সমস্যা হয় তবে তারা বিভিন্ন ভলেন্টিয়ার এবং বিভিন্ন অর্গানাজেশনের সার্ভার ব্যবহার করতে পারেন এবং বিশ্ব জুড়ে WhatsApp ব্যবহারকারীদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। এছাড়াও WhatsApp সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য প্রক্সি তৈরি করার একটি লিঙ্কও শেয়ার করেছে যাঁরা তাঁদের বন্ধু এবং পরিবারকে সাহায্য করতে চান।
advertisement
সংস্থা আরও জানিয়েছে, "আমরা চাই এই নতুন বছরে যেন সাধারণ মানুষ কখনওই ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে সমস্যায় না পড়েন। এই ধরনের ঘটনার অর্থ সাধারণ মানুষকে মানবাধিকার থেকে বঞ্চিত করা।"
প্রক্সি সার্ভার কী
প্রক্সি সার্ভার হল একটি কম্পিউটার সিস্টেম সফটওয়্যার যা ব্যবহারকারীর পরিচয় প্রকাশ না করেই ইন্টারনেট থেকে যে কোনও ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে। এটি
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 1:51 PM IST