Valentine's Day 2022: সামনেই ভ্যালেনটাইনস ডে, অনলাইনের রোম্যান্স স্ক্যাম থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও

Last Updated:

Valentine's Day 2022: ভালবাসার মানুষ খুঁজতে গিয়ে নিজেদের মন চুরির বদলে, চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের টাকা।

Valentine's Day Scams to be Cautious of
Valentine's Day Scams to be Cautious of
Valentine's Day scam: সামনেই আসছে ভালবাসা উদযাপনের দিন অর্থাৎ ভ্যালেনটাইনস ডে (Valentine's Day 2022)। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি দিনটিকে পালন করা হয় ভালবাসার দিবস হিসাবে। কিন্তু ভ্যালেনটাইনস ডে-তে রোম্যান্স স্ক্যাম থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এই স্ক্যামের মাধ্যমে অজান্তেই ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। বিভিন্ন ধরনের অনলাইন ডেটিং সাইট (online dating sites) যেমন টিন্ডার (Tinder), বাম্বল (Bumble) ইত্যাদির মাধ্যমে স্ক্যামাররা ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরনের অনলাইন ডেটিং সাইট (online dating sites) ব্যবহার করে স্ক্যামাররা স্ক্যাম (Valentine's Day scam)করার বিভিন্ন ধরনের উপায় খুঁজে বের করেছে। এর ফলে এখনই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ ভালবাসার মানুষ খুঁজতে গিয়ে নিজেদের মন চুরির বদলে, চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের টাকা।
ভ্যালেনটাইনস ডেতে (Valentine's Day 2022) রোম্যান্স স্ক্যাম (romance scam) থেকে বাঁচার উপায় -
- অনলাইন স্ক্যামাররা (online scam) ভিক্টিমের মন জয় করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করতে পারে। অফার করা হতে পারে ফুল, ওয়াইন, চকোলেট ইত্যাদি বিভিন্ন ধরনের গিফট। এই সব ফাঁদে পা না দিয়ে এড়িয়ে চলতে হবে এই ধরনের অফার।
advertisement
advertisement
- অনলাইন স্ক্যামাররা (online scam) অন্যদের থেকে বিভিন্ন ধরনের তথ্য চাইতে পারে । এক্ষেত্রে মনে রাখা দরকার যে তারা অনেক তথ্য চাইলেও, নিজেদের ক্ষেত্রে কম তথ্য শেয়ার করবে। এর ফলে অপরিচিত কারও সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা উচিত নয়। কারণ এর ফলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ।
advertisement
- বিভিন্ন ধরনের ডেটিং সাইট (online dating sites) এবং অ্যাপে এই সকল স্ক্যামাররা (Valentine's Day scam) বেশি সময় ব্যয় করে না। এরা অন্যদের ব্যাক্তিগত ভাবে মেসেজ পাঠায়। প্রাইভেট মেসেজ, ইমেলের মাধ্যমে এরা মেসেজ সেন্ড করে থাকে। এর ফলে কোনও সময়েই নিজেদের ব্যক্তিগত নম্বর, ইমেল, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইত্যাদি শেয়ার করা উচিত নয়।
advertisement
- অনলাইন স্ক্যামাররা (online scam) অন্যদের সঙ্গে দেখা করার কথা বলেও, বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে তা এড়িয়ে যেতে চাইবে। কারণ তাদের উদ্দেশ্য বন্ধুত্ব গড়ে তোলা নয়। তাদের উদ্দেশ্য হল হল প্রতারণা করা। এর ফলে সহজেই অচেনা-অজানা কারও ফাঁদে পা দেওয়া উচিত নয়। এমন ঘটনা ঘটলে সেই বিষয়ে সতর্ক হয়ে যাওয়ার প্রয়োজন।
advertisement
- একটি কথা সবসময় মনে রাখা দরকার- সম্পর্ক যতই ভাল অথবা গাঢ় হোক, কখনও নিজেদের ব্যক্তিগত তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। নিজেদের ব্যাঙ্কের ডিটেলস অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এক্ষেত্রে যে কোনও ধরনের অনলাইন ট্রানজাকশন এড়িয়ে চলা প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Valentine's Day 2022: সামনেই ভ্যালেনটাইনস ডে, অনলাইনের রোম্যান্স স্ক্যাম থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement