Tips To Reduce Electricity Bill: গরম মানেই ইলেকট্রিসিটি বিল-এর ভয়? রইল সহজ টিপস, বিলের টাকা নেমে আসবে অর্ধেকে

Last Updated:

কম অঙ্কের ইলেকট্রিক বিল চাইলে নিজেদের দোষের দিকে তাকাতেই হবে। কমিয়ে আনতে হবে কিছু যন্ত্রের ব্যবহার।

ইলেকট্রিক বিল কেন চড়চড় করে বাড়তেই থাকে? কমার আর নাম নেয় না? কমিয়ে আনতে হবে কিছু যন্ত্রের ব্যবহার।
ইলেকট্রিক ব্লোয়ার
ঘর গরম করে দেয় খুব সহজেই। সেই সঙ্গে মাথাও গরম করিয়ে দেয় ইলেকট্রিক বিল আসার পরে। সে তো হবেই, একটা গোটা ঘর গরম করতে বিদ্যুতের খরচ হবে না! তবে কি না, শীত তো এখন কমে এসেছে। ফলে, ওটা না চালালেও হয়। চালাতে হলেও ঘর গরম হওয়ার পরে নিভিয়ে রাখা যায়। এভাবে একটানা না চালালেই বিল কম উঠবে।
advertisement
advertisement
ইলেকট্রিক গিজার
ক'দিন আগেও গরম জল ছাড়া স্নান করার কথা ভাবাই যাচ্ছিল না। এখন কিন্তু কারা বেশ গুনগুন করছে না- বসন্ত এসে গেছে! মোদ্দা কথা, টগবগে গরম জলের দরকার এখন নেই। নেই যখন, খামোখা গিজার চালিয়ে ইলেকট্রিকের বিল আর বাড়ানো কেন! নেহাত দরকার হলে বালতিতে একটু গরম জল ধরে রেখে ওটা ঠান্ডা জলে মিশিয়ে দিব্যি তো নেয়ে-ধুয়ে ওঠা যায়।
advertisement
এখানেও ব্যাপারটা তাই- শীত যখন কমেছে, তখন বৈদ্যুতিন চুলাকে চুলায় যাক বলাই যায়! না হলে বুকে পাথর রেখে ইলেকট্রিক বিলের বাড়তি টাকা গুনতেই হবে।
হট অ্যান্ড কোল্ড এসি
advertisement
অনেকে শীতে আরামে থাকার জন্য আজকাল হট অ্যান্ড কোল্ড এসি-র দিকে ঝুঁকছেন। যা শীতে গরম হাওয়া ছেড়ে আমাদের শরীরে শান্তি দেয়। কিন্তু বিলটাও তো বাড়িয়ে তোলে একই সঙ্গে। শরীরের শান্তিই তখন হয়ে ওঠে মনের অশান্তি। অতএব, এই ধরনের এসি ব্যবহার করলে এখন তা বন্ধ রাখলেই ভাল হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tips To Reduce Electricity Bill: গরম মানেই ইলেকট্রিসিটি বিল-এর ভয়? রইল সহজ টিপস, বিলের টাকা নেমে আসবে অর্ধেকে
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement