Telegram Tips and Tricks: Telegram-এর মেসেজ ডিলিট করতে পারছেন না! এক নজরে দেখে নিন মেসেজ ডিলিট করার সহজ উপায়

Last Updated:

Telegram Tips and Tricks: এক নজরে দেখে নিন টেলিগ্রামে কোনও তারিখের মেসেজ ডিলিট করার কৌশল —

Telegram Tips and Tricks: Whatsapp-এর মতোই ক্রমশ জনপ্রিয় হচ্ছে দেশীয় মেসেজিং প্ল্যাটফর্ম Telegram। আত্মপ্রকাশের পর গত কয়েক বছরে ভারতে তার জনপ্রিয়তা কম নয়। বন্ধু এবং পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অনেকেই এটি ব্যবহার করে থাকেন। টেলিগ্রাম ব্যবহার করে শুধু চ্যাটই করা যায় না। এর মাধ্যমে বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল অন্যের সঙ্গে শেয়ার করা যায়। এর মধ্যে থাকতে পারে ইমেজ, অডিও, ভিডিও এবং আরও অনেক কিছু। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ডিলিটিং মেসজের অপশন রয়েছে। এর মাধ্যমে আপনি যদি কাউকে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে দেন, সেই মেসেজে যদি ভুল কিছু লেখা থাকে অথবা আপনার ভুল হয় মেসেজ লিখতে সেই মেসেজ ডিলিট করা সম্ভব।
Whatsapp এর ক্ষেত্রে মেসেজ পাঠানোর পর সেটি ডিলিট করার অপশন পাওয়া যায় যে সকলের জন্য ডিলিট (Delete for everyone)। কিন্তু, টেলিগ্রাম ইউজারার কোনও মেসেজ পাঠানোর পরে নিজের থেকেই ডিলিট করতে পারে আবার যাকে পাঠিয়েছে তার থেকেও ডিলিট করতে পারেন। টেলিগ্রামের ইউজাররা যদি মেসেজ ডিলিট করতে চান তাহলে খুব সহজেই তা করতে পারেন। এ ক্ষেত্রে অনেক মেসেজের মধ্যে থেকে নির্দিষ্ট একটি মেসেজ বেছে নিয়ে ডিলিট করা সম্ভব।
advertisement
আরও পড়ুন - এই নতুন ম্যালওয়্যার মারাত্মক বিপজ্জনক! এক নজরে দেখে নিন সুরক্ষার উপায়
নির্দিষ্ট মেসেজ বেছে নিয়ে ডিলিট অপশনে যেতে হবে। টেলিগ্রাম অ্যাপের ডানদিকের উপরের কোনায় রয়েছে এই ডিলিট আইকন। সেই অপশন সিলেক্ট করার পর একটি মেসেজ পাঠানো হবে ইউজারদের। তিনি কি আদৌ ওই মেসেজ ডিলিট করতে চান, তা জানতে চাওয়া হবে। তখনই ইউজাররা বেছে নিতে পারবেন তিনি ওই মেসেজ নিজের কাছ থেকে ডিলিট করতে চান, নাকি যাকে পাঠানো হয়েছে তার থেকেও সেই মেসেজ ডিলিট করতে চান!
advertisement
advertisement
আরও পড়ুন - এই নতুন ম্যালওয়্যার মারাত্মক বিপজ্জনক! এক নজরে দেখে নিন সুরক্ষার উপায়
এক নজরে দেখে নিন টেলিগ্রামের মেসেজ ডিলিট করার কৌশল—
২০২১ সালের ৭ ডিসেম্বর এই ফিচার আপডেট করা হয়। এর ফলে টেলিগ্রামের ইউজারদের হাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনও মেসেজ যে কোনও সময় ডিলিট করতে পারেন। এর মাধ্যমে যাকে সেই মেসেজ পাঠানো হয়েছে তিনিও আর দেখতে পাবেন না সেই মেসেজ। এ ছাড়াও টেলিগ্রামের ইউজাররা চ্যাটের ইতিহাস (Chat History) ক্লিয়ার করে দিতে পারেন। এ ক্ষেত্রে তাঁরা যে তারিখের মেসেজ ডিলিট করতে চান সেটাই করতে পারবেন। আবার যে কোনও একটা মেসেজও ডিলিট করতে পারবেন।
advertisement
এ জন্য
১. প্রথমেই খুলে নিতে হবে টেলিগ্রাম অ্যাপ। এরপর চ্যাট অপশনে যেতে হবে যে মেসেজ আপনি ডিলিট করতে চান।
২. এরপর ওপেন করতে হবে ক্যালেন্ডার। এরপর নিজেদের পছন্দ অনুযায়ী ডেট বেছে নিতে হবে, যে তারিখের মেসেজ আপনি ডিলিট করতে চান।
৩. এরপর সেই ডেট সিলেক্ট করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Telegram Tips and Tricks: Telegram-এর মেসেজ ডিলিট করতে পারছেন না! এক নজরে দেখে নিন মেসেজ ডিলিট করার সহজ উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement