OTT ভালবাসেন? এক নজরে দেখে নিন অ্যামাজন থেকে নেটফ্লিক্সের খরচ কমানোর উপায়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং পরিষেবাগুলির খরচ কীভাবে কমানো যেতে পারে জেনে নিন
বর্তমানে খুবই জনপ্রিয় বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম। এক একটি ওটিটি প্ল্যাটফর্মের প্ল্যান এক একরকমের হয়। বর্তমানে প্রচুর স্ট্রিমিং পরিষেবা উপলব্ধ রয়েছে এবং সেগুলির পরিষেবা পেতে অনেক টাকা খরচ হতে পারে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইমের সবচেয়ে সস্তা মাসিক প্ল্যান কিনলেও, সেগুলিও তেমন সস্তা নয়। এর জন্য প্রতি বছর ভারতীয় মুদ্রায় প্রায় ২২,০০০ টাকার বেশি দিতে হয়। কিন্তু, খুব সহজে এই প্ল্যানের দাম কমানো যেতে পারে। তাহলে নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইমের মতো স্ট্রিমিং পরিষেবাগুলির খরচ কীভাবে কমানো যেতে পেরে?
স্ট্রিমিং পরিষেবা -
একটি মাসিক রোলিং সাবস্ক্রিপশনের ভাল দিক হল, প্রতি ৩০ দিনে সেটি বাতিল করা যেতে পারে৷ এটিকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে। একবারে সমস্ত স্ট্রিমিং পরিষেবাগুলির মেম্বারশিপ নেওয়ার পরিবর্তে, একবারে একটিই স্ট্রিমিং মেম্বারশিপ নেওয়া যেতে পারে।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
প্রিয় শো অনুযায়ী প্ল্যান -
advertisement
সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার আগে, পরের মাসে যা দেখতে ইচ্ছা হচ্ছে, তা কোন স্ট্রিমিং পরিষেবাতে পাওয়া যাবে তা নিশ্চিত করতে হবে। যাঁরা প্রতি মাসে নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইম দেখে যান, তাঁদের বছরে অনেক টাকাই খরচ করতে হয়। কিন্তু সঠিক পরিকল্পনার সঙ্গে কম খরচে নিজেদের প্রিয় শো দেখা যেতে পারে এই ভাবে বেছে নিলে।
advertisement
রোটেশন পরিকল্পনা -
টাকা বাঁচানোর জন্য রোটেশন পরিকল্পনার প্রয়োগ করা উচিত। এই ক্ষেত্রে কখন মেম্বারশিপ বাতিল করতে হবে এবং কখন মাস শেষ হবে তার জন্য ক্যালেন্ডারের তারিখ সেট করতে হবে৷ সাধারণত প্ল্যাটফর্মগুলো ইউজারদের যে কোনও সময় সদস্যতা বাতিল করতে দেয় এবং ৩০ দিন শেষ হলে ইউজারদের জানিয়ে দেয়। সেই মতো মেম্বারশিপ বাতিল বা বজায় রাখার সিদ্ধান্ত নিলে টাকা বাঁচবে।
advertisement
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
কোন প্ল্যান রিনিউ করা উচিত হবে তা জানতে Justwatch এবং Reelgood-এর মতো অ্যাপগুলি দেখা যেতে পারে৷ এই অ্যাপগুলো ইউজারদের পছন্দের শোগুলি কোথায় দেখা যাবে তা জানিয়ে দেয় এবং নতুন পর্বগুলি উপলব্ধ হলে ইউজারদের নোটিফিকেশন পাঠায়৷
advertisement
অফারে চোখ রাখা -
কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়মিত নানা অফার দিয়ে থাকে মেম্বারশিপের, যা খরচ কম রাখতেও সাহায্য করে। এমন পরিস্থিতিতে, এই ধরনের অফারগুলিতে নজর রাখা এবং তারপরে সাবস্ক্রিপশন নেওয়া গুরুত্বপূর্ণ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 12:28 PM IST