হোম /খবর /প্রযুক্তি /
অ্যাপ্লায়েন্স বোনানজা সেল! Flipkart-এ মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি

অ্যাপ্লায়েন্স বোনানজা সেল! Flipkart-এ মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি

এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের অ্যাপ্লায়েন্স বোনানজা সেলের এই স্মার্ট টিভির অফারের সমস্ত খুঁটিনাটি।

  • Share this:

জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হয়েছে অ্যাপ্লায়েন্স বোনানজা সেল। ফ্লিপকার্টের এই অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে টিভি এবং অ্যাপ্লায়েন্সে ৭৫% ছাড় দেওয়া হচ্ছে। অ্যাপ্লায়েন্স বোনানজা সেল থেকে কেনাকাটা করলে ফেডারেল ব্যাঙ্ক এবং এইচএসবিসি ব্যাঙ্কের গ্রাহকদের ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে বিভিন্ন ক্যাটাগরির পণ্য আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে।

এছাড়াও, অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে ২০২৪ সালের লেটেস্ট প্রোডাক্ট লঞ্চে বিভিন্ন ধরনের অফার রয়েছে। সর্বশেষ লঞ্চের অংশ হিসাবে, SENS স্মার্ট টিভি ফ্লিপকার্ট থেকে মাত্র ৮,৪৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে পাওয়া যাচ্ছে৷ এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের অ্যাপ্লায়েন্স বোনানজা সেলের এই স্মার্ট টিভির অফারের সমস্ত খুঁটিনাটি।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

ফ্লিপকার্টের অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে SENS ৮০-এর ৩২ ইঞ্চি এইচডি রেডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকরা ৫২% ছাড় পেয়ে যাবেন। বিশেষ বিষয় হল এক্সচেঞ্জ অফারের অধীনে এটিতে ৯,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ, যদি গ্রাহকের পুরনো টিভির অবস্থা ভাল থাকে, তাহলে এই টিভিটি মাত্র ৯৯৯ টাকায় কেনা যাবে। এই টিভিতে ডলবি অডিও এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে।

ফ্লিপকার্টের অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে SENS ৮০-এর ৩২ ইঞ্চি এইচডি রেডি এলইডি স্মার্ট লিনাক্স টিভি ৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকদের ৫৭% ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও গ্রাহকদের ৭৭৫০ টাকা ছাড়ও দেওয়া হচ্ছে, যা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পাওয়া যাবে। এটি EMI-এর অধীনে প্রতি মাসে ২৮৮৩ টাকায় কেনা যাবে।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

ফ্লিপকার্টের অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে ৫৫ ইঞ্চি স্মার্ট টিভিতে ৪৩% ছাড় -

ফ্লিপকার্টের অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে SENS Dwinci ১৪০ সেমি (55 ইঞ্চি) QLED Ultra HD ৪কে স্মার্ট টিভি ৪৩% ডিসকাউন্টে কেনা যাবে। ফ্লিপকার্টের অ্যাপ্লায়েন্স বোনানজা সেল থেকে গ্রাহকরা এটিকে ৩৩,৯৯৯ টাকায় বাড়িতে নিয়ে আসতে পারবেন। গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের মাধ্যমেও এটি কিনতে পারবেন, যার অধীনে ১১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

এছাড়া এই সেলে SENS Dwinci ১৬৫ সেমি (৬৫ইঞ্চি) QLED Ultra HD ৪কে স্মার্ট টিভি LumiSENS প্যানেল ৩৮% ছাড়ে কেনা যাবে। গ্রাহকরা এটি ৪২,৯৯৯ টাকায় কিনতে পারবেন৷ এতে পাওয়া যাচ্ছে ডলবি ভিশন। এর স্ক্রিন ৩৮৪০×২১৬০ পিক্সেল রেজোলিউশন যুক্ত।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Flipkart