OTT Releases in June: জনগণমন, অ্যাটাক নাকি আশ্রম ৩— OTT-তে চোখ রাখবনে কোথায়? দেখে নিন এক নজরে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
OTT Releases in June: এক নজরে দেখে নেওয়া যাক কোনটি কেমন
OTT Releases in June: ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী’! সে সব দিনও অতীত। এখন আর ছুটির রবিবার ভিড় জমে না ড্রয়িং রুমে। পাশাপাশি বসে টিভি দেখে না মা-ছেলে কি বাবা-মেয়ে। বরং ‘ঘরে বসে সারা দুনিয়ার সাথে, যোগাযোগ আজ হাতের মুঠোতে’। কানে গুঁজে রেখে হেডফোন দেখে ফেলা যায় নিজের, একান্ত নিজের মনের মতো সিনেমা বা ওয়েব সিরিজ।
জনপ্রিয়তাকে সাক্ষী রেখে ক্রমাগত বেড়ে চলেছে OTT প্ল্যাটফর্ম। প্রতিদিনই রিলিজ করছে নতুন নতুন কনটেন্ট। হাতের মুঠোয় রয়েছে নেটফ্লিক্স (Netfilx), এমএক্স প্লেয়ার (MXplayer), জি৫ (ZEE5) ইত্যাদি হরেক OTT প্লাটফর্ম। এর মধ্যে থেকে বেছে দেখে নেওয়াই যেতে পারে ‘জনগণমন’ (JanaGanaMana), অ্যাটাক পার্ট ১ (Attak: part 1), জার্সি (Jersey), হিরোপন্তি ২ (Heropanti 2) এবং আশ্রম ৩ (Aashram 3)। এই পাঁচটি হল সাম্প্রতিক সেরা ৫ OTT রিলিজ।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক কোনটি কেমন
advertisement
১) জনগণমন (JanaGanaMana) — নেটফ্লিক্স (Netflix)-এ চলছে এই সিরিজটি। প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটের একটি মালায়ালাম সিনেমা এটি। মূলত কলেজ ক্যাম্পাসের রাজনীতি নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), সুরাজ ভেঞ্জারারমদু (Suraj Venjaramoodu), মমতা মোহনদাস (Mamta Mohandas) এবং শ্রী দিভ্যা (Sri Divya)।
advertisement
আরও পড়ুন - এই নতুন ম্যালওয়্যার মারাত্মক বিপজ্জনক! এক নজরে দেখে নিন সুরক্ষার উপায়
২) অ্যাটাক পার্ট ১ - ১ ঘণ্টা ৫৭ মিনিটের লম্বা অ্যাকশন ফিল্মটি দেখা যাচ্ছে জি৫ (ZEE 5)-এ। এই সিনেমায় অভিনয় করেছেন জন আব্রাহাম (John Abraham), রাকুল প্রিত সিং (Rakul Preet Singh), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এই সিনেমায় জন একজন সুপার আর্মিতে পরিণত হন এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন।
advertisement
৩) হিরোপন্তি ২ - এটি হল ২ ঘণ্টা ২০ মিনিটের সিনেমা। এটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-তে। এই সিনেমায় অভিনয় করেছেন টাইগার শ্রফ (Tiger Shroff), নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui), তারা সুতারিয়া (Tara Sutaria)। এই সিনেমায় টাইগার একজন কম্পিউটার জিনিয়াস হয়ে প্রেমে পড়েন তারার। তারা হলেন একজন বিলিওনিয়ার।
advertisement
আরও পড়ুন - এই নতুন ম্যালওয়্যার মারাত্মক বিপজ্জনক! এক নজরে দেখে নিন সুরক্ষার উপায়
৪) আশ্রম ৩ - আশ্রম সিজন ৩ নিয়ে উৎসাহ ছিল ব্যাপক। কারণ এর আগের দুটি সিজন ব্যাপক সাফল্য লাভ করেছিল। এই তৃতীয় সিরিজ দেখা যাচ্ছে এমএক্স প্লেয়ার (MXPalyer)-এ। এটি হল একটি হিন্দি ভাষার ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ। বাবা নিরালা অর্থাৎ ববি দেওয়ল (Bobby Deol) নিজেকে প্রতিষ্ঠা করেছেন ভগবান নিরালায়। কিন্তু, সেই আশ্রমে বেআইনি বিভিন্ন কার্যকলাপ চালানো হয়, যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে ড্রাগের সাম্রাজ্য। যারা প্রথম দুটি সিজন দেখেছেন, তাদের এই সিজন দেখা দরকার।
advertisement
৫) জার্সি - প্রায় ২ ঘণ্টা ৪৮ মিনিটের এই সিনেমাটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে (Netflix)। এই সিনেমায় অভিনয় করেছেন শাহিদ কাপুর (Shahid Kapoor), ম্রুনাল ঠাকুর (Mrunal Thakur), পঙ্কজ কাপুর (Pankaj Kapur)। এই সিনেমায় দেখানো হয়েছে ১০ বছর পরে ক্রিকেট খেলায় ফিরেও কী ভাবে একজন জাতীয় দলে সুযোগ পায়। কারণ তার ছেলে একদিন ভারতীয় দলের জার্সি চেয়েছিল। তখন সে টাকার জন্য কিনে দিতে না পারলেও আসল ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেয়।
view commentsLocation :
First Published :
June 09, 2022 9:56 AM IST

