OnePlus Nord Watch: খুব শীঘ্রই লঞ্চ হতে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ, দাম হবে সাধ্যের মধ্যে

Last Updated:

OnePlus-এর এই নর্ড স্মার্টওয়াচের দাম সকলের নাগালের মধ্যেই রাখা হতে পারে।

OnePlus Nord Watch: OnePlus তাদের নিজেস্ব ‘সাব ব্র্যান্ড’ নিয়ে কাজ করছে অনেকদিন ধরেই। ‘নর্ড’ নামের সেই সাব ব্র্যান্ড ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। OnePlus-এর এই ‘নর্ড’ ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এর মধ্যে রয়েছে মিড রেঞ্জের স্মার্টফোন এবং সকলের সাধ্যের মধ্যে ওয়্যারলেস ইয়ারবার্ড।
কিন্তু, এখন OnePlus পাখির চোখ করছে ‘নর্ড স্মার্টওয়াচ’-কে। OnePlus-এর তরফে জানানো হয়েছে যে, ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে চলেছে নর্ড স্মার্টওয়াচ। OnePlus সংস্থার তরফে সোমবার জানানো হয়েছে যে, OnePlus-এর নর্ড ওয়াচে ব্যবহার করা হতে চলেছে সিগনেচার OnePlus প্রযুক্তি। এর মাধ্যমেই OnePlus পরিধান যোগ্য বিভাগে ‘নর্ড ওয়াচ’ নিয়ে আসতে চলেছে।
advertisement
OnePlus ইতিমধ্যেই বাজারে বিভিন্ন ধরনের হিয়ারেবেল প্রোডাক্ট লঞ্চ করেছে। এগুলি OnePlus-এর নর্ড ব্র্যান্ড যুক্ত প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে নর্ড বার্ডস, নর্ড বার্ডস সিই এবং নর্ড ওয়ারড ইয়ারফোন। এখন বাজারে আসতে চলেছে OnePlus-এর নর্ড স্মার্টওয়াচ।
advertisement
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
জানা গিয়েছে যে, OnePlus-এর এই নর্ড স্মার্টওয়াচের দাম সকলের নাগালের মধ্যেই রাখা হতে পারে। অর্থাৎ নর্ড স্মার্টওয়াচের দাম খুব বেশি রাখা হবে না। কিন্তু, OnePlus সংস্থার তরফে এখনও এই নর্ড স্মার্টওয়াচ সম্পর্কে খুব বেশি কিছু জানানো হয়নি। নর্ড স্মার্টওয়াচে OnePlus-এর সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। সংস্থার তরফে রিলিজ করা টিজার অনুযায়ী এই নর্ড স্মার্টওয়াচে ব্যবহার করা হতে পারে বর্গাকার ডায়াল যুক্ত স্ক্রিন, এতে থাকতে পারে মেটালিক ফিনিশ। তবে নর্ড ওয়াচে ব্যবহার করা হতে পারে গোলকার ডায়ালও।
advertisement
OnePlus-এর তরফে জানানো হয়েছে যে তারা একটি ডায়নামিক নর্ড ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। সুতরাং OnePlus যে আগামী দিনে এই ব্র্যান্ডের অধীনে আরও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসতে চলেছে তা এক প্রকার নিশ্চিত। গত বছর প্রায় ১৫,০০০ টাকায় লঞ্চ করা হয়েছিল OnePlus ওয়াচ। কিন্তু, এর সফটওয়্যারের জন্য সেটি খুব বেশি জনপ্রিয়তা লাভ করতে পারেনি। OnePlus-এর সেই ওয়াচে রয়েছে বেসিক ফিটনেস সেন্সর, কার্ভড ৪৬ এমএম ডিসপ্লে। এ ছাড়াও এই স্মার্টঘড়ি কাজ করবে OnePlus-এর টিভির রিমোট হিসাবে।
advertisement
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
এ ছাড়াও জানা গিয়েছে যে, OnePlus তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের সম্পর্কে ঘোষণা করতে পারে শীঘ্রই। OnePlus ১১ প্রো লঞ্চ করা হতে পারে এই বছরের শেষের দিকে। এই ফোনে থাকতে পারে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন সিরিজের চিপসেট।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus Nord Watch: খুব শীঘ্রই লঞ্চ হতে ওয়ানপ্লাস নর্ড ওয়াচ, দাম হবে সাধ্যের মধ্যে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement