সেট করা যাবে স্ক্রিনের যেখানে খুশি, দেশের বাজারে চলে এল OnePlus Gaming Triggers

Last Updated:

এই গেমিং ট্রিগার ব্যবহার করা যাবে আ্যান্ড্রয়েড ও আইওএস এই দুই ফোনেই।

one plus
one plus
#OnePlus Gaming Triggers: OnePlus Gaming Triggers এবার চলে এল ভারতের বাজারে। OnePlus Nine Series-এর সঙ্গে আন্তর্জাতিক বাজারে একই সময় অভিষিক্ত এই গেমিং ট্রিগার এবার আলেড়ন ফেলবে ভারতের বাজারে। সম্প্রতি OnePlus-এর সিইও প্যেটে লাউ Tweeter-এ এই গেমিং ট্রিগারের ভারতবর্ষের বাজারে আসার কথা ঘোষণা করেছেন। যা দেখে ভারতের গেমিং জগতে শোরগোল পড়ে গিয়েছে। এই গেমিং ট্রিগারের দাম ভারতের বাজারে কত হবে তা নিয়ে এখনই কোনও সঠিক ধারণা পাওয়া যায়নি কোম্পানির তরফে৷ তবে OnePlus-এর ওয়েবসাইটে এই গেমিং ট্রিগারের দাম দেখা গিয়েছে ১০৯৯ টাকা। ওয়েবসাইট থেকে এই গেমিং ট্রিগারগুলি ক্রয় করারও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই গেমিং ট্রিগার ব্যবহার করা যাবে আ্যান্ড্রয়েড ও আইওএস এই দুই ফোনেই।
কী বৈশিষ্ট্য থাকবে এই গেমিং ট্রিগারে? এই গেমিং ট্রিগারে থাকা ট্যাকটাইল বাটনগুলি ক্যাপাসিটিভ সঞ্চালন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কোনও রকম ডিভাইজের সংস্পর্শে এসে কাজ করতে পারে। এই গেমিং ট্রিগারগুলির প্রত্যেকটিতে অমরন সুইচ থাকে, যা এই ট্যাকটাইল বাটনগুলিকে খুব তাড়াতাড়ি সক্রিয় করে তোলে। ফলত মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে এই ট্রিগারগুলি এক নতুন ধরণের অভিজ্ঞতার সঞ্চার করতে পারে ব্যবহারকারীদের মধ্যে। OnePlus কোম্পানির মতে, এই ট্রিগারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে যে কোনও রকম বড় যুদ্ধের গেম যেমন PUBG অথবা Call of Duty ভীষণ সহজে খেলতে পারা যায়। গেমিং দুনিয়ায় এই প্রতিটি গেমই বর্তমানে মাল্টিপ্লেয়ারে খেলে অভ্যস্ত জেন-ওয়াইয়ের জন্য এই গেমিং ট্রিগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। গেমিং ট্রিগারগুলি আদ্যন্ত ব্যবহারবান্ধব। হাতের সঞ্চালন ও প্রসারণের জন্য এই ট্রিগারগুলি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। প্রতিটি ট্রিগারের ওজন ২২ গ্রাম। প্রতিটি ট্রিগারের প্রসার ৩৭.৬*২৮.৮.২৫.২ মিলিমিটার। আ্যন্ড্রয়েড ও আইওয়েস এই দুই ক্ষেত্রেই ট্রিগার ব্যবহার করা আদ্যন্ত সহজ। প্রতিটি ট্রিগার পারস্পরিকভাবে বদলযোগ্য। স্ক্রিনের যেখানে খুশি, ডান বা বাম দিকে সেট করা যাবে এটি প্রয়োজনমতো।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সেট করা যাবে স্ক্রিনের যেখানে খুশি, দেশের বাজারে চলে এল OnePlus Gaming Triggers
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement