হোম /খবর /প্রযুক্তি /
গরমে চান নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ! রইল সেরা পাঁচটি ইনভার্টারের তালিকা

Inverters Buying Guide: গরমে চান নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ! রইল সেরা পাঁচটি ইনভার্টারের তালিকা

Inverters Buying Guide: নিজের বাড়ির জন্য ইউপিএস ইনভার্টার কিনতে চাইলে বাজারে অনেক অপশন পাওয়া যাবে। দেখে নেওয়া যাক সেরা পাঁচটি ইউপিএস ইনভার্টারের তালিকা

  • Share this:

গরমের সময় বিদ্যুৎ বিপর্যয় হলে ইউপিএস ইনভার্টার সব থেকে প্রয়োজনীয় হয়ে পড়ে। আসলে এটি এমন একটি যন্ত্র যা নিজের মধ্যে বা ব্যাটারির মধ্যে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে। প্রয়োজন মতো তা অন্য এক বা একাধিক বৈদ্যুতীন যন্ত্রে সরবরাহ করে। নিজের বাড়ির জন্য ইউপিএস ইনভার্টার কিনতে চাইলে বাজারে অনেক অপশন পাওয়া যাবে। দেখে নেওয়া যাক সেরা পাঁচটি ইউপিএস ইনভার্টারের তালিকা—

১. Microtek iMerlyn ডিজিটাল ইনভার্টার/ইউপিএস -

Microtek iMerlyn একটি স্মার্ট হাইব্রিড ডিজিটাল ইউপিএস সিরিজ। এটি ডিজিটাল এবং Sinewave প্রযুক্তি দ্বারা চালিত। প্রিমিয়াম সিরিজের এই ইনভার্টারে রয়েছে একাধিক ইন্টেলিজেন্ট ফিচার। বাড়িতে

২. Luminous Square Wave Eco 800 Watt ইউপিএস ইনভার্টার -

এই ইনভার্টারটি বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে। এতে প্রায় কোনও রকম শব্দ হয় না। এটি প্রায় ৩৪.৯ সেন্টিমিটার লম্বা, একই পরিমাণ চওড়া, উচ্চতায় ১৮.৯ সেন্টিমিটার। ওজন ৮.২৫ কিলোগ্রাম। এতে রয়েছে এবিসিসি প্রযুক্তি, যা সংবেদনশীল যন্ত্রে বিদ্যুৎ পাঠানোর উপযোগী।

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

৩. V-Guard Digital UPS 850 -

এই ইনভার্টারটি যে কোনও বাড়ির অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ইউপিএস ইনভার্টার। এমনকী জুসার বা ব্লেন্ডারের মতো ডিভাইসও ৪৫০W-এর নামমাত্র শক্তিতে ভাল কাজ করতে পারে। এতে রয়েছে একটি ইন-বিল্ট সোলার চার্জার। ফলে বিদ্যুৎ খরচ আরও কম হতে পারে। ব্যাটারির ক্ষেত্রে এতে রয়েছে সাধারণ মোড বা ইউপিএস মোড। এটির ওজন ৪.৫ কিলোগ্রাম।

আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না

৪. Exide 1050VA Pure Sinewave ইউপিএস ইনভার্টার -

এতে রয়েছে উচ্চ-গতির মাইক্রোপ্রসেসর। উন্নত ইউজার ইন্টারফেসে ব্যাটারি ভোল্টেজ এবং চার্জ স্টেট প্রভৃতি দেখা যায়। 1050VA ইউপিএস ইনভার্টার বেছে নিতে চাইলে EXIDE 1050VA Pure Sinewave ইউপিএস ইনভার্টার হতে পারে সেরা বিকল্প৷ এটি ৩৭ সেন্টিমিটার লম্বা, ৩৩ সেন্টিমিটার চওড়া এবং ১৭ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট।

5. V-Guard Smart Pro 1200 -

এতে রয়েছে Pure Sinewave আউটপুট। সঙ্গে টার্বোচার্জিং অপশনও পাওয়া যায়, যা দ্রুত রিচার্জে সহায়তা করে। সব থেকে বড় বিষয় হল এটি অ্যাপের মাধ্যমে চালানো সম্ভব। ফলে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এটির ওজন প্রায় ৯.৫ কিলোগ্রাম।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Electricity, Tech tips