ল্যাপটপ ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? Windows 10-এ রয়েছে নতুন সিক্রেট

Last Updated:

ডিভাইসটি চলাকালীন ব্যাটারির হেলথ কেমন রয়েছে সেটা কী ভাবে দেখা সম্ভব? Windows 10-এ রয়েছে এমনই একটি সিক্রেট টুল।

ফোন বা ল্যাপটপ, যে কোনও ডিভাইসের ক্ষেত্রে ব্যাটারির গুরুত্ব অপরিসীম। ব্যাটারি যত বেশি চলবে, সেই ডিভাইসের ডিমান্ড তত বেশি হবে। কোথাও ঘুরতে বা অফিসের কাজে যাওয়ার সময়ে যদি ল্যাপটপে ব্যাটারি লাইফ ঠিক মতো না থাকে, তাহলে চাপে পড়তে হয়। সময়ের সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলির মতো ল্যাপটপের ব্যাটারির হেলথ গ্রাফও নিচের দিকে যেতে থাকে। সে ক্ষেত্রে পুরনো ব্যাটারি বদল করে নতুন নেওয়া যেতে পারে। কিন্তু, ডিভাইসটি চলাকালীন ব্যাটারির হেলথ কেমন রয়েছে সেটা কী ভাবে দেখা সম্ভব? Windows 10-এর ক্ষেত্রে রয়েছে এমনই একটি সিক্রেট টুল। যা সাধারণত সেটিংস বা স্টার্ট মেনুতে দেখা যায় না। এই প্রতিবেদনে সেই সিক্রেট টুলের রহস্যের উন্মোচন করা হবে।
স্টেপ ১: প্রথমে কমান্ড প্রমপ্ট লঞ্চ করতে হবে। এটা করার জন্য Windows-এর সার্চ বারে অথবা স্টার্ট মেনুতে লিখতে হবে “Cmd” বা “Command Prompt”। এরপর কমান্ড প্রমপ্টের উইন্ডোটা খুলে যাবে। সেখানে কালো রঙের একটি উইন্ডো খুলে যাবে বা ব্যাকগ্রাউন্ডে যে রঙটি সিলেক্ট করা আছ, সেই রঙের উইন্ডো দেখা যাবে। তার সঙ্গে একটি পাথ শেয়ার থাকবে “C:\.” নামে।
advertisement
স্টেপ ২: এরপর “powercfg /batteryreport” এই টেক্সটি লিখে এন্টার প্রেস করতে হবে। এরপর স্ক্রিনে একটি মেসেজ আসবে, সেখানে লেখা থাকবে “Battery life report saved” এর সঙ্গে একটি ফাইল পাথ থাকবে। এই ফাইল পাথটি হল ব্যাটারি রিপোর্টের লোকেশন। সাধারণত এটি ইউজার ফোল্ডারে সরাসরি সেভ হয়ে যায় এবং এই পাথটি দেখায় ঠিক এভাবে - C:\Users\[Your_User_Name]\battery-report.html
advertisement
advertisement
স্টেপ ৩: এরপর এক্সপ্লোরার থেকে ফোল্ডারটি ওপেন করা যাবে, অথবা ওই ফাইল পাথটি কপি করে, ফাইল এক্সপ্লোরার অ্যাড্রেস বারে লিখে এন্টার প্রেস করতে হবে। এছাড়াও Chrome-এর অ্যাড্রেস বারেও এটা লিখে এন্টার করা যাবে।
এরপর ডিভাইসে যে ব্যাটারিটি রয়েছে তার হেলথ সম্পর্কে পুরো তথ্য পাওয়া যাবে। মনে রাখতে হবে “ডিজাইন ক্যাপাসিটি” বলে যে ফিল্ডটা আছে সেখানে ল্যাপটপটি ব্র্যান্ড নিউ থাকাকালীন ব্যাটারির ক্যাপাসিটি কেমন সেটা দেখাবে। অন্যদিকে, “ফুল চার্জ ক্যাপাসিটি”-এর মানে হল ওই সময় ব্যাটারির চার্জ সর্বাধিক কতক্ষণ থাকবে। এই দুটি বিষয়কে তুলনা করে ব্যাটারির হেলথ সম্পর্কে ধারণা করা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ল্যাপটপ ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? Windows 10-এ রয়েছে নতুন সিক্রেট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement