প্রবল গরমে ঠান্ডা শরবত-লস্যিতেই জুড়োবে প্রাণ! Amazon-এ সস্তায় পাওয়া যাচ্ছে এই সব হ্যান্ড ব্লেন্ডার

Last Updated:

ব্লেন্ডারের দামও কম আর তা যে কোনও জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তাই পাঠকদের জন্য রইল কয়েকটি সাশ্রয়ী হ্যান্ড ব্লেন্ডারের সুলুকসন্ধান।

তীব্র গরমের দাবদাহে ঠান্ডা ঠান্ডা শরবত যেন প্রাণটা জুড়িয়ে দেয়। লেবু জল থেকে রকমারি ফলের জ্যুস কিংবা লস্যি যেন প্রাণের আরাম। তবে লেবু জল করা সহজ হলেও নানা ফল দিয়ে শরবত কিংবা লস্যি বানানো বেশ ঝক্কিরই কাজ। আবার বাইরে থেকে আনালেও পকেটের উপর বেশ চাপই পড়ে। কারণ এক-এক গ্লাস জ্যুস কিংবা লস্যির দাম ৪০ থেকে ৬০ টাকা। আর পরিমাণও খুব অল্প। ফলে মনটাও ঠিক মতো ভরে না।
তবে বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায়। সেক্ষেত্রে খরচও হবে কম। আর পরিমাণ নিয়েও ভাবতে হবে না। সবথেকে বড় কথা হল, জ্যুস কিংবা লস্যি বানাতে গিয়ে তেমন হ্যাপাও পোহাতে হবে না। ঘরে শুধুমাত্র একটা হ্যান্ড ব্লেন্ডার রাখলেই হল। আর মজাদার বিষয় হচ্ছে, ব্লেন্ডারের দামও কম আর তা যে কোনও জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তাই পাঠকদের জন্য রইল কয়েকটি সাশ্রয়ী হ্যান্ড ব্লেন্ডারের সুলুকসন্ধান।
advertisement
advertisement
Amazon-এ এই ব্লেন্ডারটির দাম ৯৯৮ টাকা। এতে রয়েছে একটি ২৫০ ওয়াটের মোটর। আর এটি ব্যবহার করার পদ্ধতিও বেশ সহজ। মিক্সার কিংবা জ্যুসারের মতো আরামেই ব্যবহার করা যাবে। তাই কম খরচে ঘরে বসেই তৈরি করতে পারেন রকমারি জ্যুস আর শেক। এতে একটি ১২০০০আরপিএম-এর উচ্চ গতিবিশিষ্ট মোটর মিল রয়েছে।
advertisement
V-Guard VBD 300PL হ্যান্ড ব্লেন্ডার:
Amazon-এ V-Guard VBD 300PL হ্যান্ড ব্লেন্ডারের দাম ১০৯৯ টাকা। ডিটাচেবল পার্টস-সহ আসে এটি। এই ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারটি ৩০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন। সেই সঙ্গে রয়েছে কমপ্যাক্ট ডিজাইনও। এখানেই শেষ নয়, এই ব্লেন্ডারটির আরও একটা দারুন সুবিধা রয়েছে। সেটা হল - গ্রাহকেরা এতে অ্যান্টি স্প্ল্যাশ ব্লেড গার্ড পেয়ে যাবেন।
advertisement
Orpat HHB-100E 250-Watt হ্যান্ড ব্লেন্ডার:
Amazon-এ এই ব্লেন্ডারটি পাওয়া যাচ্ছে মাত্র ৮৯৯ টাকায়। ফলে এই ব্লেন্ডারটি বেশ সস্তাই। এই হ্যান্ড ব্লেন্ডারটিতে রয়েছে ২৫০ ওয়াটের ক্ষমতা। সেই সঙ্গে এই ব্লেন্ডারে গ্রাহকেরা ১৮০০০ আরপিএম-এর একটি উচ্চ গতিসম্পন্ন মোটর পেয়ে যাবেন। ফলে খুব সহজেই এর মাধ্যমে স্মুদি তৈরি করা সম্ভব।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রবল গরমে ঠান্ডা শরবত-লস্যিতেই জুড়োবে প্রাণ! Amazon-এ সস্তায় পাওয়া যাচ্ছে এই সব হ্যান্ড ব্লেন্ডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement