ইউজারদের সুরক্ষায় বড় পদক্ষেপ! পার্সোনাল লোন অ্যাপের পলিসির ক্ষেত্রে নতুন নিয়ম আনল Google
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
New Rules And Guidelines For Personal Loan Apps | গুগলের এই নতুন আপডেটেড পলিসি চালু করা হবে ১১ মে থেকে।
Google New Rules And Guidelines For Personal Loan Apps: গুগল (Google) তাদের গুগল প্লে (Google Play) অ্যাপের ক্ষেত্রে চালু করেছে নতুন ডেভেলপার পলিসি। গুগলের তরফে জানানো হয়েছে যে ভারতে বিভিন্ন ধরনের পার্সোনাল লোনের অ্যাপকে অ্যাডিশনাল প্রুফ সহ সমস্ত নিয়মাবলী পূরণ করতে হবে। গুগলের এই নতুন আপডেটেড পলিসি চালু করা হবে ১১ মে থেকে।
সম্প্রতি বেশ কিছু পার্সোনাল লোনের অ্যাপ গ্রাহকদের বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করছে। গুগল তাদের গুগল প্লে অ্যাপের ক্ষেত্রে যে নতুন ডেভেলপার পলিসি চালু করছে, এর ফলে বিভিন্ন ধরনের পার্সোনাল লোনের অ্যাপ বিভিন্ন ধরনের লোনের নাম করে ইউজারদের ক্ষতি করতে পারবে না। জানা গিয়েছে যে, গুগল তাদের গুগল প্লে অ্যাপের নতুন এই আপডেটেড পলিসি চালু করেছে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে। এর ফলে গুগল প্লে অ্যাপে খুব সহজেই আর খোলা যাবে না পার্সোনাল লোনের অ্যাপ।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক নতুন আপডেটেড পলিসির কয়েকটি নিয়ম
advertisement
১) পার্সোনাল লোন অ্যাপ ডিক্লারেশন -
নতুন নিয়ম অনুযায়ী পার্সোনাল লোনের অ্যাপকে ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। এর ফলে তাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং নথি সাবমিট করতে হবে।
advertisement
২) গুগল রিভিউয়ের জন্য লাইসেন্স সাবমিট করতে হবে -
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পার্সোনাল লোনের অ্যাপ ঋণ দেওয়ার জন্য অনুমতি পেলে এবং লাইসেন্স প্রাপ্ত হলে, সেই লাইসেন্সের কপি সাবমিট করতে হবে গুগল রিভিউয়ের জন্য।
৩) পরিষ্কার করে জানাতে হবে কী ধরনের কাজ করা হচ্ছে -
ভারতে বিভিন্ন ধরনের পার্সোনাল লোনের অ্যাপ রয়েছে। বিভিন্ন অ্যাপের কাজ বিভিন্ন ধরনের। এর ফলে পরিষ্কার করে জানিয়ে দিতে হবে কোন অ্যাপ কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত। তারা কি সরাসরি টাকা লেনদেনের সঙ্গে সঙ্গে যুক্ত, না নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির ও ব্যাঙ্কের সঙ্গে গ্রাহকদের মধ্যে টাকা আদান-প্রদান করার কাজ করে তা জানিয়ে দিতে হবে।
advertisement
আরও পড়ুন - অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
৪) এনবিএফসি এবং ব্যাঙ্কের নাম জানিয়ে দিতে হবে -
পার্সোনাল লোনের অ্যাপকে জানিয়ে দিতে হবে তাদের সমস্ত রেজিস্টার্ড এনবিএফসি এবং ব্যাঙ্কের নাম।
৫) ডেভেলপারের নামের সঙ্গে যেন রেজিস্টার্ড বিজনেস অ্যাসোসিয়েটের নাম এক হয় -
advertisement
পার্সোনাল লোনের অ্যাপের যে ডেভেলপারের নামে খোলা হয়েছে তার সঙ্গে যেন রেজিস্টার্ড বিজনেস অ্যাসোসিয়েটের নাম মিলে যায়। এক্ষেত্রে দু'জন আলাদা আলাদা ব্যক্তি হলে হবে না।
view commentsLocation :
First Published :
May 14, 2022 1:49 PM IST