YouTube মিউজিককে অগ্রাধিকার দিতে এ বার Google Play Music বন্ধ করার পথে সংস্থা

Last Updated:

এবার Google-এর প্রাইমারি মিউজিক স্ট্রিমিং সার্ভিস হতে চলেছে YouTube মিউজিক।

এবার Google-এর প্রাইমারি মিউজিক স্ট্রিমিং সার্ভিস হতে চলেছে YouTube মিউজিক। আর সেই জন্যই সংস্থা তার Google Play Music স্ট্রিমিং অ্যাপ বন্ধ করতে চলেছে। বিগত কয়েক মাস ধরেই Google Play Music Store বন্ধ করা নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করে চলেছে সংস্থা। সেই পথেই আজ একটি পদক্ষেপ করল Google। Play Store থেকে গান কেনার সুবিধা ও পরিষেবা বন্ধ করে দেওয়া হল Google-এর তরফে।
সাধারণত, Google Play Music Store একজন ব্যবহারকারীকে গান কেনা, তা শোনা এবং পছন্দের সেই গান MP3 ফাইল ফরম্যাটে ডাউনলোড করার সুবিধা দেয়। কিন্তু এ বার এই সবক'টি সুবিধাই বন্ধ হতে চলেছে। গান কেনা ও ডাউনলোডের সুবিধার পাশাপাশি Google Play Music Store থেকে ব্রাউজ মিউজিকের ট্যাবও সরিয়ে দিয়েছে সংস্থা। ইতিমধ্যেই Google Play Music Store-এর  ওয়েব ভার্সনে একটি বিজ্ঞপ্তি দেখানো শুরু হয়েছে। যেখানে স্পষ্ট লেখা, Google Play-তে আর Music Store পাওয়া যাবে না। ধীরে ধীরে Google Play Music-এর ফিচারগুলিও বন্ধ করে দেওয়া হচ্ছে। Google-এর তরফে জানা গিয়েছে যে, এই মাসের পর থেকে বিশ্ব জুড়ে নানা কনটেন্ট দেখানো বা স্ট্রিম করার ক্ষমতাও হারাবে ওই অ্যাপ।
advertisement
তবে এখনও যে অল্পসংখ্যক মানুষজন Google Play Music ব্যবহার করছেন, তাঁদের জন্য তিনটি বিকল্প রয়েছে। এ ক্ষেত্রে Google Play ব্যবহারকারীদের মিউজিক লাইব্রেরি সরাসরি YouTube মিউজিকে এক্সপোর্ট করতে পারে। যদি ব্যবহারকারীরা YouTube মিউজিকে না যেতে চান, তা হলে তাঁরা তাঁদের টাকা দিয়ে কেনা গানগুলি Google Takeout-এর মাধ্যমে রাখতে পারেন। উল্লেখ্য, এই Google Takeout হল এক ধরনের পরিষেবা, যেখানে ব্যবহারকারীরা তাঁদের তথ্য একটা ডাউনলোডেবল আর্কাইভ ফাইলে এক্সপোর্ট করতে পারেন। এ ছাড়াও আরও একটি বিকল্প রয়েছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা সরাসরি তাদের সমস্ত তথ্য নষ্ট করে দিতে পারেন। অর্থাৎ Google Play Music লাইব্রেরি ও রেকমেনডেশনে গিয়ে সব কিছু ডিলিট করে দিতে পারেন গ্রাহকরা।
advertisement
advertisement
এ বছরের শেষের দিকে Google Play Music পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্থা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
YouTube মিউজিককে অগ্রাধিকার দিতে এ বার Google Play Music বন্ধ করার পথে সংস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement