Google-এর নতুন অ্যাপ, এবার সন্তান স্কুল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনে আসবে অ্যালার্ট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জানতে চান সন্তান কখন স্কুল থেকে বেরিয়েছে? আজই কাজে লাগান গুগলের ফ্যামিলি লিঙ্ক অ্যাপ
Google New Famili Link App: গুগলের তরফে নতুন করে ডিজাইন করা হয়েছে পেরেন্টাল কন্ট্রোল ফ্যামিলি লিঙ্ক অ্যাপ। এই অ্যাপে এখন বিভিন্ন ধরনের নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পরিবারের লোকেদের কাছে অ্যালার্ট যাবে সন্তান কোনও জায়গা থেকে অন্য জায়গায় গেলে অর্থাৎ স্কুল থেকে তাঁদের সন্তান কখন বেরিয়েছে সেটা বাড়ি বসে জানতে পারবেন অভিভাবকরা।
এছাড়াও এই অ্যাপে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে। ২০১৭ সালে লঞ্চ করা হয় এই অ্যাপ। এখন এই অ্যাপের মাধ্যমে অভিবাবকরা তিনটি ট্যাব ব্যবহার করতে পারবেন। সেগুলি হল হাইলাইট, কন্ট্রোল এবং লোকেশন। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের ক্ষেত্রে এই অ্যাপের নতুন আপডেট লঞ্চ করা হয়েছে। এছাড়াও গুগলের তরফে এসেছে ফ্যামিলি লিঙ্কের নতুন ওয়েব বেসড ভার্সন।
advertisement
আরও পড়ুন - দীপাবলীর পরের দিনই সূর্যগ্রহণ, রাহু থেকে বাঁচতে কী করবেন, কী করবেন না জেনে নিন
এর মাধ্যমে আগে অভিভাবকরা জানতে পারতেন তাঁদের সন্তানরা কী অ্যাপ ডাউনলোড করছে এবং কী অ্যাপ ব্যবহার করছে। কিন্তু নতুন আপডেটের মাধ্যমে অভিভাবকরা আরও বেশি করে নজর দিতে পারবেন তাঁদের সন্তানদের ইন্টারনেট ব্যবহারের ওপরে। গুগল এর জন্য কয়েকটি কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। এর মধ্যে রয়েছে Common Sense Media, ConnectSafely এবং Family Online Safety Institute। এর মাধ্যমে অভিভাবকরা সন্তানদের ইন্টারনেট ব্যবহারের গতিবিধি সম্পর্কে বিশদে জানতে পারবেন।
advertisement
advertisement
কন্ট্রোল ট্যাবের মাধ্যমে অভিবাবকরা সন্তানদের ইন্টারনেট ব্যবহার করার স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দিতে পারবেন। এখন লোকেশন ট্যাবে যুক্ত করা হয়েছে অতিরিক্ত একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে অভিভাবকদের অ্যালার্ট করা হবে তাঁদের সন্তান কোনও জায়গা ছেড়ে বেরোলেই। অর্থাৎ সন্তানরা স্কুল, লাইব্রেরি এবং ঘর থেকে অন্য কোথাও গেলে অভিভাবকদের কাছে অ্যালার্ট পাঠানো হবে। সন্তানরা কোনও অ্যাপ ডাউনলোড করলে অথবা কেনার চেষ্টা করলে অভিভাবকদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এর মাধ্যমে সন্তানদের গতিবিধির উপরে বিশদে নজর রাখতে পারবেন অভিভাবকরা।
advertisement
এখন ফ্যামিলি লিঙ্কের মাধ্যমে ইউটিউব অ্যাপের গুগল টিভি কিড প্রোফাইলও সুপারভাইজ করতে পারবেন অভিভাবকরা। গুগলের এই ফ্যামিলি লিঙ্ক অনেকটাই অ্যামাজনের ফায়ার এইচডি কিডস প্রোডাক্ট-এর পেরেন্টাল কন্ট্রোল সেট এবং অ্যাপলের লেটেস্ট স্ক্রিন টাইম ফিচারের মতো। অ্যাপল সম্প্রতি আইওএস ১৬-এর ক্ষেত্রে লঞ্চ করেছে অ্যাপল লেটেস্ট স্ক্রিন টাইম ফিচার। গুগলের পেরেন্টাল কন্ট্রোল ফ্যামিলি লিঙ্ক অ্যাপে যুক্ত করা হয়েছে সেরকমই বিভিন্ন নতুন ফিচার।
view commentsLocation :
First Published :
October 22, 2022 1:16 PM IST

