উৎসব মরশুমে বিশেষ সুযোগ! দীপাবলিতে গাড়ি কিনলে মিলবে প্রায় ৪০,০০০ টাকার ছাড়

Last Updated:

দীপাবলিতে যে সকল গ্রাহক বাজেট গাড়ি কেনার কথা ভাবনা চিন্তা করছেন তাঁদের জন্য রয়েছে সুখবর। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বাজেট গাড়ির তালিকা—

উৎসবের মরশুমে অনেকেই অগ্রিম গাড়ির বুকিং করছেন। আসলে এই উৎসবের সময় অন্য সহ পণ্যের সঙ্গে সঙ্গে বিভিন্ন গাড়ি উৎপাদনকারী সংস্থাও তাদের পণ্যের উপরে দিচ্ছে আকর্ষণীয় অফার। দীপাবলিতে যে সকল গ্রাহক বাজেট গাড়ি কেনার কথা ভাবনা চিন্তা করছেন তাঁদের জন্য রয়েছে সুখবর। এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বাজেট গাড়ির তালিকা—
অল্টো কে ১০ -
মারুতি সুজুকি তাদের ফ্ল্যাগশিপ মডেল অল্টো কে ১০ গাড়িতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। এই গাড়ির উপরে সংস্থার তরফে ৩৯,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এ ছাড়াও এই গাড়ির উপরে পাওয়া যাচ্ছে ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়।
advertisement
ওয়াগনর -
advertisement
এক সময় ভারতের সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ি ছিল মারুতির ওয়াগনর। এই গাড়িটি এ দেশে এখনও খুবই জনপ্রিয়। মারুতি সুজুকি দীপাবলি উৎসবের কথা মাথায় রেখে তাদের এই ওয়াগনর গাড়ির ম্যানুয়াল এবং অটো ট্রান্সমিশন—দুই ভ্যারিয়েন্ট মডেলেই ৩১,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এ ছাড়াও এই গাড়ির উপর দেওয়া হচ্ছে ৫,০০০ টাকার কর্পোরেট ছাড়। এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্ট মডেলের ওপর পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকার ছাড়।
advertisement
মারুতি সুজুকি সেলেরিও গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৯,০০০ টাকার ছাড়। মারুতি সুজুকি সংস্থার তরফে এই গাড়ির উপরে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়। এ ছাড়াও এই গাড়ির বি, জেড এবং জেড প্লাস ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট মডেলের উপর মারুতি সুজুকি সংস্থার তরফে দেওয়া হচ্ছে ৫৪,০০০ টাকা পর্যন্ত ছাড়।
advertisement
টিয়াগো -
টাটা সংস্থা সম্প্রতি তাদের টিয়াগো গাড়ির ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে। যা ইতিমধ্যেই খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। তাই দীপাবলীর কথা মাথায় রেখে টাটা সংস্থার তরফে বর্তমানে এই গাড়ির যে সকল ভ্যারিয়েন্ট মজুত রয়েছে, তার ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। এই গাড়ির ওপর দেওয়া হচ্ছে ২৩,০০০ টাকার ছাড়। এই গাড়ির এক্সই, এক্সএম এবং এক্সটি ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ৩,০০০ টাকার কর্পোরেট ছাড় এবং ১৩,০০০ টাকার ক্যাশ ছাড়। অন্যদিকে এই গাড়ির এক্সজেড প্লাস ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট ছাড়।
advertisement
কুইড -
রেনোর কুইড গাড়ি যুব সম্প্রদায়ের কাছে খুবই জনপ্রিয়। দীপাবলীর জন্য এই গাড়ির ওপরেও পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড়। এই গাড়ি কিনলে ১০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই গাড়ির কয়েকটি ভ্যারিয়েন্টের ওপর ১০,০০০ টাকার কর্পোরেট ছাড় দেওয়া হচ্ছে।
বাংলা খবর/ খবর/অন্যান্য প্রযুক্তি/
উৎসব মরশুমে বিশেষ সুযোগ! দীপাবলিতে গাড়ি কিনলে মিলবে প্রায় ৪০,০০০ টাকার ছাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement