গাড়ির স্বপ্নপূরণ! এই বাজেট গাড়িগুলিতে মিলছে দারুণ ছাড়, বুক করুন আজকেই

Last Updated:

দীপাবলীর জন্য বেশ কয়েকটি বাজেট গাড়ি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।

যে সকল গ্রাহক অনেকদিন ধরেই চারচাকা কেনার কথা চিন্তা করছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ দীপাবলীর জন্য বেশ কয়েকটি বাজেট গাড়ি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। এক সময় ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি ছিল মারুতির WAGONR। এই গাড়িটি এখনও সকলের কাছে খুবই জনপ্রিয়। মারুতি সুজুকি দীপাবলি উৎসবের কথা মাথায় রেখে তাদের এই ওয়াগনর গাড়ির ম্যানুয়াল এবং অটো ট্রান্সমিশন দুটি ভ্যারিয়েন্ট মডেলেই ৩১,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়াও এই গাড়ির ওপর দেওয়া হচ্ছে ৫,০০০ টাকার কর্পোরেট ছাড়। এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্ট মডেলের ওপর পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকার ছাড়।
মারুতি সুজুকি CELERIO গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৯,০০০ টাকার ছাড়। মারুতি সুজুকি কোম্পানির তরফে এই গাড়ির উপরে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়। এছাড়াও এই গাড়ির বি, জেড এবং জেড প্লাস ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট মডেলের উপর মারুতি সুজুকি কোম্পানির তরফে দেওয়া হচ্ছে ৫৪,০০০ টাকা পর্যন্ত ছাড়।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
টাটা কোম্পানি সম্প্রতি তাদের TIAGO গাড়ির ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে। যা ইতিমধ্যেই খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এর জন্য দীপাবলীর কথা মাথায় রেখে টাটা কোম্পানির তরফে বর্তমানে এই গাড়ির যে সকল ভ্যারিয়েন্ট মজুত রয়েছে, তার ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। এই গাড়ির ওপর দেওয়া হচ্ছে ২৩,০০০ টাকার ছাড়। এই গাড়ির এক্সই, এক্সএম এবং এক্সটি ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ৩,০০০ টাকার কর্পোরেট ছাড় এবং ১৩,০০০ টাকার ক্যাশ ছাড়। অন্য দিকে, এই গাড়ির এক্সজেড প্লাস ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট ছাড়।
advertisement
advertisement
রেনোর KWID গাড়ি যুব সম্প্রদায়ের কাছে খুবই জনপ্রিয়। দীপাবলীর জন্য এই গাড়ির ওপরেও পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড়। এই গাড়ি কিনলে ১০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই গাড়ির কয়েকটি ভ্যারিয়েন্টের ওপর ১০,০০০ টাকার কর্পোরেট ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
মারুতি সুজুকি তাদের ফ্ল্যাগশিপ মডেল ALTO 10 গাড়িতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। এই গাড়ির উপরে কোম্পানির তরফে ৩৯,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও এই গাড়ির উপরে পাওয়া যাচ্ছে ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়।
view comments
বাংলা খবর/ খবর/অন্যান্য প্রযুক্তি/
গাড়ির স্বপ্নপূরণ! এই বাজেট গাড়িগুলিতে মিলছে দারুণ ছাড়, বুক করুন আজকেই
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement