Facebook Tips: চ্যাট তো করেই থাকেন, ফেসবুকের মেসেঞ্জারে অনলাইন গেম খেলার কায়দাটা জানেন তো?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Facebook tips: পদ্ধতিটি খুবই সহজ এবং সরল। এক নজরে দেখে নেওয়া যাক ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে গেম খেলার সমস্ত খুঁটিনাটি।
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের সঙ্গে সঙ্গে ফেসবুক মেসেঞ্জারও খুবই জনপ্রিয়। ফেসবুকের বন্ধুদের সঙ্গে চ্যাট এবং ভিডিও কল করার জন্য এটি ব্যবহার করা হয়। এছাড়াও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জিনিস একে অপরের সঙ্গে শেয়ার করা হয়। যেমন - ফটো, ভিডিও, মিম ইত্যাদি। কিন্তু, অনেকেই হয়তো জানেন না যে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কলিংয়ের সময় গেম খেলা যায়।
শুনতে অবাক লাগলেও এটি সত্যি। ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে গেম খেলা সম্ভব। এই পদ্ধতিটি খুবই সহজ এবং সরল। এক নজরে দেখে নেওয়া যাক ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে গেম খেলার সমস্ত খুঁটিনাটি।
ফেসবুক তাদের জনপ্রিয় অ্যাপ মেসেঞ্জারের জন্য একটি নতুন গেমিং ফিচারের ঘোষণা করেছে। এই ফিচারটি ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীকে লাইভ ভিডিও কলের সময় বন্ধু এবং পরিবারের সঙ্গে গেম খেলতে দেবে।
advertisement
advertisement
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
এটিতে বর্তমানে ১৪টি গেম রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবেও ব্যবহার করা সম্ভব। অর্থাৎ ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলের সময় নিজেদের বন্ধুদের সঙ্গে এই ধরনের গেম খেলা যাবে।
advertisement
জানা গিয়েছে যে, ফেসবুকের মেসেঞ্জারে এখন ১৪টি ফ্রি-টু-প্লে গেম রয়েছে। যার মধ্যে রয়েছে কিছু জনপ্রিয় গেম, যেমন Bombay Play-এর কার্ড ওয়ারস, কোটসিঙ্কের এক্সপ্লোডিং কিটেনস ইত্যাদি। একই সঙ্গে রয়েছে FRVR-এর মিনি গল্ফ FRVR এবং Zynga-এর ওয়ার্ডস উইথ ফ্রেন্ডসের মতো গেমও।

প্রতিটি গেম একাধিক খেলোয়াড়কে খেলতে দেয়। কিন্তু, কিছু গেম রয়েছে, যেখানে শুধুমাত্র দুইজন খেলোয়াড় খেলতে পারে। এই গেমটি খেলতে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের আপডেট হওয়া সংস্করণ থাকতে হবে। কিন্তু একটি বিষয় লক্ষ্যণীয় যে মেসেঞ্জারে ভিডিও কল চলাকালীন গেম খেলতে সক্ষম হওয়ার জন্য, অন্য ব্যক্তিকেও মেসেঞ্জারে ভিডিও কলের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
advertisement
এই ধরনের গেম খেলার জন্য প্রথমেই মেসেঞ্জার অ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এরপর নিজেদের বন্ধু এবং পরিবারের সদস্যদের সেটি ইনস্টল করতে হবে।

এরপর মেসেঞ্জার অ্যাপ খুলতে হবে এবং অন্তত একজনের সঙ্গে ভিডিও কল শুরু করতে হবে। অন্য ব্যক্তি যোগদান করার পরে, গ্রুপ মোড বাটনে ক্লিক করতে হবে।
advertisement
এরপর নিচের দিকে থাকা প্লে আইকনে ক্লিক করতে হবে। উপলব্ধ গেমগুলির তালিকার থেকে, যে গেমটি ইউজার খেলতে চান তা ক্লিক করতে হবে। এরপর সেই গেমটি খুলবে এবং ভিডিও কলের স্ক্রিনটি ছোট হয়ে যাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 12:28 PM IST