Facebook Screenshot Notification: চ্যাটের স্ক্রিনশট? সাবধান! এখন থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যালার্ট পাঠাবে অন্য পক্ষকেও
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Facebook Screenshot Notification: এই এন্ড টু এন্ড এন্ডক্রিপশন ফিচার চালু করা হবে সকল ফেসবুক মেসেঞ্জার ইউজারদের জন্য।
Facebook Screenshot Notification: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger) তাদের ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার। এখন থেকে ফেসবুক মেসেঞ্জার তাদের ইউজারদের নোটিফাই (Facebook Screenshot Notification) করবে চ্যাটের স্ক্রিনশট তোলার ক্ষেত্রে। এখন থেকে কেউ যদি ফেসবুকের মেসেঞ্জারের চ্যাটের স্ক্রিনশট তোলে, তাহলে ইউজারদের নোটিফিকেশনের মাধ্যমে অ্যালার্ট করা হবে। মেটা (Meta) ঘোষণা করেছে যে ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করতে চলেছে এন্ড টু এন্ড এন্ডক্রিপশন (End-To-End Encrypted)। ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট এবং কলের ক্ষেত্রে চালু করা হবে এই এন্ড টু এন্ড এন্ডক্রিপশন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিচার, যা এতদিন ধরে চালু ছিল শুধুমাত্র কিছু লিমিটেড ইউজারদের জন্য। এখন এই এন্ড টু এন্ড এন্ডক্রিপশন ফিচার চালু করা হবে সকল ফেসবুক মেসেঞ্জার ইউজারদের জন্য।
ফেসবুক মেসেঞ্জারে এন্ড টু এন্ড এন্ডক্রিপশন ফিচার ছাড়াও চালু করা হবে অন্যান্য বিভিন্ন ধরনর ফিচার। এর মধ্যে একটি হল স্ক্রিনশট ওয়ার্নিং ফিচার। এর মাধ্যমে ফেসবুকের মেসেঞ্জারের এন্ড টু এন্ড এন্ডক্রিপশন চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না (Facebook Screenshot Notification)। ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিনশট ওয়ার্নিং ফিচারের মাধ্যমে ইউজারদের নোটিফাই করা হবে চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে। এছাড়াও ফেসবুক মেসেঞ্জারের এন্ড টু এন্ড এন্ডক্রিপশন চ্যাট ছাড়াও অন্যান্য চ্যাটের ক্ষেত্রেও নতুন কিছু ফিচার চালু করা হতে পারে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনও মেসেজে বিভিন্ন ধরনের জিআইএফ, স্টিকার, রিয়্যাকশন, রিপ্লাই ইত্যাদির অপশন।
advertisement
advertisement
ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ব্যবহার করা যাবে নির্দিষ্ট কোনও চ্যাটের ক্ষেত্রে। এছাড়া ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ব্যবহার করা যাবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও। পাশাপাশি, ফেসবুক মেসেঞ্জারের এন্ড টু এন্ড এন্ডক্রিপশন চ্যাটের ক্ষেত্রে দেখা যাবে ভেরিফায়েড ব্যাজের অপশন। এর ফলে ইউজাররা বুঝতে পারবে কোনটি অথেন্টিক অ্যাকাউন্ট এবং কোনটি নয়। এছাড়াও ফেসবুকের মেসেঞ্জারের ক্ষেত্রে ইউজাররা তাদের গ্যালারি থেকে ফটো এবং ভিডিও সেন্ড করার আগে সেটি এডিট করতে পারবে। ফেসবুক মেসেঞ্জারের এই নতুন ফিচারের ফলে ইউজাররা তাদের ফটো এবং ভিডিওতে বিভিন্ন ধরনের এডিট করার সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে টেক্সট যুক্ত করার সুবিধা, ক্রপ করার সুবিধা, বিভিন্ন ধরনের স্টিকার যুক্ত করার সুবিধা ইত্যাদি। এছাড়াও ভিডিওর অডিও এডিট করার সুবিধাও পাওয়া যাবে ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারের মাধ্যমে।
advertisement
মেটা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার জন্য নিয়ে আসছে বিভিন্ন ধরনের নতুন ফিচার (Facebook Screenshot Notification)। এর মধ্যে একটি হল এডিট ভিডিও। ইউজারদের বিভিন্ন ধরনের সুবিধার দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সিকিউরিটির দিকেও নজর দেওয়া হয়েছে। ইউজারদের অ্যাকাউন্ট যেন সুরক্ষিত থাকে এর জন্য সকল ইউজারদের জন্য চালু করা হচ্ছে এন্ড এন্ড টু এন্ডক্রিপশন ফিচার।
Location :
First Published :
January 31, 2022 2:25 PM IST