কৌন বনেগা ক্রোড়পতির নামে প্রতারণা! আপনিও কি পেয়েছেন এমন মেসেজ? সাবধান

Last Updated:

প্রতি বছর, কৌন বনেগা ক্রোড়পতি শো শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এমন ঘটনা সামনে আসতে শুরু করে

নয়াদিল্লি: জনপ্রিয় রিয়েলিটি শোয়ের নাম করে শুরু হয়েছে নতুন এক প্রতারণা। ইতিমধ্যেই কয়েক লাখ টাকার জালিয়াতি করা হয়েছে। দেশ জুড়ে বিখ্যাত এই শোয়ের নাম হল কৌন বনেগা ক্রোড়পতি বা কেবিসি। কৌন বনেগা ক্রোড়পতি শোয়ের নামে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। ইতিমধ্যেই এই প্রতারণার শিকার করে জালিয়াতি করা হয়েছে লাখ লাখ টাকা। প্রতি বছর, কৌন বনেগা ক্রোড়পতি শো শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এমন ঘটনা সামনে আসতে শুরু করে।
আসলে এই শোয়ে সকলেই যেতে চান, তাই খুব সহজেই জালিয়াতির শিকার হন অনেকেই। পুলিশ এর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও এখনও এই জালিয়াতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। অতএব কৌন বনেগা ক্রোড়পতির নাম করে কোনও মেসেজ এলে এখনই সাবধান হওয়ার দরকার রয়েছে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
দেশের সবচেয়ে বড় রিয়েলিটি টিভি গেম শো কৌন বনেগা ক্রোড়পতির ১৪তম সিজন চলছে। এরই মধ্যে আবারও আসতে শুরু করেছে এই শোয়ের নামে কেলেঙ্কারির খবর। পুলিশ ইতিমধ্যেই ৩ প্রতারককে গ্রেফতার করলেও মূল পান্ডা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে।
advertisement
advertisement
গত বছরও হরিয়ানায় একই ধরনের কেলেঙ্কারির মাধ্যমে লোকেদের টাকা লুট করা হয়েছিল। সাইবার সেলে অভিযোগও দায়ের করা হয়েছে। এখন আবার অনেকেই এই প্রতারণার শিকার হচ্ছেন। কৌন বনেগা ক্রোড়পতির নাম করে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।
এই ধরনের কেলেঙ্কারি যে কোনও মুহূর্তে যে কারও সঙ্গে ঘটতে পারে। তাই সকলের উচিত এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা। কিছু বিষয় মাথায় রাখলে কিন্তু এই ধরনের স্ক্যাম এড়ানো যেতে পারে। এই কেলেঙ্কারিতে জনসাধারণকে ফাঁসানোর জন্য প্রথমে তাদের একটি বার্তা পাঠানো হয়। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয় যে তাঁরা ২৫ লাখ টাকার লটারি জিতেছেন। সেই বার্তায় কেবিসির একটি ছবিও দেওয়া হয়, যা সেই বার্তাটিকে আসল বলে মনে করতে সাহায্য করে। এভাবে মানুষ জালিয়াতির ফাঁদে পড়ে। লটারির টাকা দেওয়ার আগে ফি’র নামে কিছু টাকা দিতে বলা হয়।
advertisement
এই ধরনের প্রতারণা এড়াতে সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যদি এমন কোনও বার্তা পান, তবে তাতে প্রলুব্ধ না হওয়াই উচিত। এছাড়াও কোনও অজানা লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলতে হবে এবং নিজেদের ব্যাঙ্কের তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা চলবে না।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কৌন বনেগা ক্রোড়পতির নামে প্রতারণা! আপনিও কি পেয়েছেন এমন মেসেজ? সাবধান
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement