আপনার মনের মতো ছবি বানিয়ে দেবে Bing! দেখে নিন কী করতে হবে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Microsoft Bing-এর এই নতুন ইমেজ টুল বিনামূল্যে ব্যবহার করা যাবে।
Microsoft সম্প্রতি Bing সার্চ ইঞ্জিনে AI-চালিত ইমেজ ক্রিয়েটর যুক্ত করেছে। Bing ইমেজ ক্রিয়েটর OpenAI-এর DALL-E মডেলের একটি উন্নত সংস্করণ দিয়ে সজ্জিত। এর মাধ্যমে, Bing ব্যবহারকারীরা শুধু টেক্সট টাইপ করে ছবি তৈরি করতে পারবেন।
সংস্থার তরফে এক ব্লগ পোস্টে জানান হয়েছে, AI টুলের মাধ্যমে ছবি পেতে হলে শুধুমাত্র ছবির বর্ণনা লিখে ফেলতে হবে। যেখানে অবস্থান, কার্যকলাপ এবং শিল্প শৈলীও উল্লেখও করা যাবে। ছবির সম্পর্কে বর্ণনা দেওয়ার পর, ইমেজ ক্রিয়েটর কাল্পনিক ছবি তৈরি করে দেবে।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Microsoft Bing-এর এই নতুন ইমেজ টুল বিনামূল্যে ব্যবহার করা যাবে। বলা হচ্ছে, DALL-E 2 দিয়ে সজ্জিত Bing ইমেজ ক্রিয়েটর বেশ ভাল। অত্যন্ত ঝকঝকে ছবি তৈরি করে এটি। মাত্র ১৫ সেকেন্ডে ছবি তৈরি করে দিতে পারে।
advertisement
advertisement
তবে এভাবে ছবি তৈরি করতে গেলে কয়েকটি ধাপে নির্দেশ দিতে হবে। জেনে নেওয়া যাক কীভাবে AI টুলের সাহায্যে ছবি তৈরি করা যায়—
advertisement
advertisement
সংক্ষেপে পুরো পদ্ধতি—
Bing ইমেজ ক্রিয়েটর খোলা যেতে পারে। bing.com/create লিঙ্কে যেতে হবে এবং তারপরে বাকি প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। Microsoft-এর দাবি, শুধু ইংরিজি নয়, আগামী দিনে আরও নতুন ভাষা সাপোর্ট করবে এই টুল।
ব্লগ পোস্ট থেকে জানা গিয়েছে, Microsoft তার Edge ব্রাউজারে এই Bing ইমেজ ক্রিয়েটর আনছে। ব্যবহারকারীরা এজ সাইডবারে একটি নতুন আইকন দেখতে পাবেন, যা টেক্সট এন্ট্রি প্রম্পটে ছবি তৈরি করতে দেবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 2:06 PM IST