আপনার মনের মতো ছবি বানিয়ে দেবে Bing! দেখে নিন কী করতে হবে

Last Updated:

সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Microsoft Bing-এর এই নতুন ইমেজ টুল বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Microsoft সম্প্রতি Bing সার্চ ইঞ্জিনে AI-চালিত ইমেজ ক্রিয়েটর যুক্ত করেছে। Bing ইমেজ ক্রিয়েটর OpenAI-এর DALL-E মডেলের একটি উন্নত সংস্করণ দিয়ে সজ্জিত। এর মাধ্যমে, Bing ব্যবহারকারীরা শুধু টেক্সট টাইপ করে ছবি তৈরি করতে পারবেন।
সংস্থার তরফে এক ব্লগ পোস্টে জানান হয়েছে, AI টুলের মাধ্যমে ছবি পেতে হলে শুধুমাত্র ছবির বর্ণনা লিখে ফেলতে হবে। যেখানে অবস্থান, কার্যকলাপ এবং শিল্প শৈলীও উল্লেখও করা যাবে। ছবির সম্পর্কে বর্ণনা দেওয়ার পর, ইমেজ ক্রিয়েটর কাল্পনিক ছবি তৈরি করে দেবে।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Microsoft Bing-এর এই নতুন ইমেজ টুল বিনামূল্যে ব্যবহার করা যাবে। বলা হচ্ছে, DALL-E 2 দিয়ে সজ্জিত Bing ইমেজ ক্রিয়েটর বেশ ভাল। অত্যন্ত ঝকঝকে ছবি তৈরি করে এটি। মাত্র ১৫ সেকেন্ডে ছবি তৈরি করে দিতে পারে।
advertisement
advertisement
তবে এভাবে ছবি তৈরি করতে গেলে কয়েকটি ধাপে নির্দেশ দিতে হবে। জেনে নেওয়া যাক কীভাবে AI টুলের সাহায্যে ছবি তৈরি করা যায়—
  • প্রথমেই Bing.com-এ যেতে হবে।
    • তারপর উপরের দিকে দেওয়া Images অপশনে ট্যাপ করতে হবে।
      • এবার ইমেজ ক্রিয়েটর সিলেক্ট করে নিতে হবে।
      • advertisement
        • যে ছবি তৈরি করার ইচ্ছে তার বর্ণনা লিখতে হবে।
          • এর পর Join & Create অপশনে ক্লিক করতে হবে।
            • সাইন-আপ করতে হবে। এখানে কিছু অতিরিক্ত বিবরণ যেমন, অবস্থান বা কার্যকলাপ এবং শিল্প শৈলীর বিবরণ দিতে হবে।
              • advertisement
              • পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে AI ছবিটি তৈরি করে দেবে।
              • সংক্ষেপে পুরো পদ্ধতি—
                Bing ইমেজ ক্রিয়েটর খোলা যেতে পারে। bing.com/create লিঙ্কে যেতে হবে এবং তারপরে বাকি প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। Microsoft-এর দাবি, শুধু ইংরিজি নয়, আগামী দিনে আরও নতুন ভাষা সাপোর্ট করবে এই টুল।
                ব্লগ পোস্ট থেকে জানা গিয়েছে, Microsoft তার Edge ব্রাউজারে এই Bing ইমেজ ক্রিয়েটর আনছে। ব্যবহারকারীরা এজ সাইডবারে একটি নতুন আইকন দেখতে পাবেন, যা টেক্সট এন্ট্রি প্রম্পটে ছবি তৈরি করতে দেবে।
                view comments
                বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
                আপনার মনের মতো ছবি বানিয়ে দেবে Bing! দেখে নিন কী করতে হবে
                Next Article
                advertisement
                Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
                বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
                • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

                • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

                • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

                VIEW MORE
                advertisement
                advertisement