M2 চিপ ও MagSafe চার্জিং-সহ ভারতে লঞ্চ হয়েছে iPad Pro 2022, জেনে নিন দাম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
iPad Pro 2022: অ্যাপলের তরফে জানানো হয়েছে যে এটি এম ওয়ানের তুলনায় ১৫ শতাংশ বেশি গতিসম্পন্ন।
অ্যাপল ভারতে লঞ্চ করেছে তাদের নতুন iPad Pro 2022। অ্যাপল আপডেটেড এম২ চিপযুক্ত iPad Pro 2022 ভারতে লঞ্চ করেছে। অ্যাপলের তরফে ভারতে নতুন দুটি iPad Pro লঞ্চ করা হয়েছে। এর মধ্যে একটির সাইজ ১১ ইঞ্চি এবং আরেকটির সাইজ ১২.৯ ইঞ্চি। ভারতে লঞ্চ করা নতুন iPad Pro 2022 পাওয়া যাচ্ছে ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি এবং ২ টিবি স্টোরেজ সহ।
ভারতে ১১ ইঞ্চির iPad Pro-র দাম শুরু হচ্ছে ৮১,৯০০ টাকা থেকে, যা একটি ওয়াইফাই মডেল। অন্য দিকে এই ফোনের ওয়াইফাই + সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ৯৬,৯০০ টাকা থেকে। ভারতে ১২.৯ ইঞ্চি iPad Pro-র দাম শুরু হচ্ছে ১,১২,৯০০ টাকা থেকে, যা একটি ওয়াইফাই মডেল। অন্য দিকে এই ফোনের ওয়াইফাই + সেলুলার মডেলের দাম শুরু হচ্ছে ১,২৭,৯০০ টাকা থেকে। ভারতে লঞ্চ করা নতুন আইপ্যাড বিভিন্ন স্টোরে পাওয়া যাবে ২৬ অক্টোবর থেকে। এছাড়াও গ্রাহকরা ১১,৯০০ টাকায় কিনতে পারবে অ্যাপল পেনসিল।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
তেজ গতিসম্পন্ন নতুন চিপসেট -
advertisement
ভারতে লঞ্চ করা নতুন অ্যাপল iPad Pro-তে ব্যবহার করা হয়েছে এম২ চিপসেট। iPad Pro-তে ব্যবহার করা হয়েছে এম২ এর ৮ কোর সিপিইউ। অ্যাপলের তরফে জানানো হয়েছে যে এটি এম ওয়ানের তুলনায় ১৫ শতাংশ বেশি গতিসম্পন্ন। এছাড়াও ১০ কোর সিপিউ ভ্যারিয়েন্ট ৩৫ শতাংশ পর্যন্ত বেশি গতিসম্পন্ন। এম২ চিপে ১০০ জিবি/এস ইউনিফাইড মেমোরি সাপোর্ট রয়েছে, যা এম ওয়ানের থেকে ৫০ শতাংশ বেশি। মাল্টিটাস্কিং-এর জন্য এটি ১৬ জিবি পর্যন্ত তেজ গতির ইউনিফাইড মেমোরি সাপোর্ট করে। প্রসেস ভিডিও ক্যাপচারকে এনেবল করার জন্য এম২-কে নতুন ক্যামেরার সঙ্গে পেয়ার করা যাবে। অ্যাপলের তরফে জানানো হয়েছে যে এম২ প্রসেস ফুটেজকে ৩এক্স বেশি গতিতে ট্রান্সপোর্ট করতে পারে।
advertisement
৫জি কানেকটিভিটি -
অ্যাপলের তরফে জানানো হয়েছে যে, ভারতে লঞ্চ করা নতুন iPad Pro-র মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটাররা এই সিঙ্গল ডিভাইসের মাধ্যমে সিনেমা-গ্রেড ভিডিও ক্যাপচার, এডিট এবং পাবলিশ করতে পারবেন। অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটারদের জন্য এটি সেরা ডিভাইস হতে চলেছে এটি। iPad Pro 2022 মডেলে রয়েছে ২০ ডব্লু ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার। অ্যাপলের দুটি আইপ্যাড ৫জি কানেকটিভিটি যুক্ত। অ্যাপল জানিয়েছে যে ইউএএস-এর ইউজাররা এর মাধ্যমে এমএমওয়েব৫জি সাপোর্ট পাবেন।
view commentsLocation :
First Published :
October 25, 2022 9:30 AM IST

