২০ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে Oppo F29 5G সিরিজ! কত দাম হতে পারে? কী কী ফিচার থাকছে? রইল সবকিছু

Last Updated:

Oppo এখনও ফোন দুটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু জানায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কিছু ফিচার ফাঁস হয়ে গিয়েছে।

News18
News18
২০ মার্চ ভারতে Oppo F29 5G এবং Oppo F29 Pro 5G লঞ্চ করতে চলেছে Oppo। ইউজারদের কাছে F-সিরিজ মানেই দুর্দান্ত ডিজাইন। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে। দুটো ফোনে IP68 ও IP69 রেটিং রয়েছে। ১.৫ মিটার জলে ৩০ মিনিট ডুবিয়ে রাখলেও কিছু হবে না।
Oppo এখনও ফোন দুটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু জানায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কিছু ফিচার ফাঁস হয়ে গিয়েছে। সবটাই অনুমান। আনুষ্ঠানিকভাবে লঞ্চের দিনই সবটা জানা যাবে।
advertisement
advertisement
Oppo F29 Pro 5G: সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: 6.7 ইঞ্চিr FHD+ কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রিফ্রেশ রেট 120Hz।
প্রসেসর: এতে রয়েছে MediaTek Dimensity 7300 SoC (যা Oppo Reno 12 Pro এবং CMF Phone 1-এ ব্যবহৃত হয়েছে)।
advertisement
রিয়ার ক্যামেরা: 50MP-এর প্রাইমারি সেন্সর (OIS সহ) + 2MP অক্সিলিয়ারি সেন্সর দেওয়া হয়েছে।
সেলফি ক্যামেরা: 16MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি।
ব্যাটারি: 6,000 mAh-এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। সঙ্গে ৮০W SUPERVOOC ফাস্ট চার্জিং। অল্প সময়ের মধ্যে ফুল চার্জ উঠবে। ব্যাটারি ব্যাকআপও শক্তিশালী।
ভেরিয়েন্ট: তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে Oppo F29 Pro 5G। ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভেরিয়েন্ট, ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং ১২GB RAM + ২৫৬GB স্টোরেজ ভেরিয়েন্ট।
advertisement
Oppo F29 5G: সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: এতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে.
প্রসেসর: Qualcomm Snapdragon 6 Gen 1 SoC প্রসেসর রয়েছে।
রিয়ার ক্যামেরা: 50 MP-এর প্রাইমারি সেন্সর (OIS নেই) + ২MP-এর মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে।
advertisement
সেলফি ক্যামেরা: এতেও 16MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি:6,500 mAh ব্যাটারি, সঙ্গে ৪৫W SUPERVOOC ফাস্ট চার্জিং.
ভ্যারিয়েন্টস: আপাতত দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হচ্ছে Oppo F29 5G। ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ ভেরিয়েন্ট।
ভারতের বাজারে Oppo F29 5G সিরিজের সম্ভাব্য দাম: লঞ্চের দিনই দুটি মডেলের দাম ঘোষণা করবে Oppo। Oppo F29 Pro 5G-এর দাম ৩০ হাজার টাকা হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্য দিকে, Oppo F29 5G-এর দাম হতে পারে আনুমানিক ২৫ হাজার টাকা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
২০ মার্চ ভারতে লঞ্চ হচ্ছে Oppo F29 5G সিরিজ! কত দাম হতে পারে? কী কী ফিচার থাকছে? রইল সবকিছু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement