দু'রকমের শেপ, পাঁচটা ভ্যারিয়েন্ট! OnePlus Nord Watch হয়ে উঠতে পারে আপনার প্রিয় গ্যাজেট!

Last Updated:

One Plus Nord Watch : এখনও পর্যন্ত ব্যাটারি পাওয়ার, কোন প্ল্যাটফর্মে চলবে বা অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে কিছুই তেমন জানা যায়নি।

 OnePlus Nord Watch
OnePlus Nord Watch
#কলকাতা: আবার নতুন ওয়াচ সেট নিয়ে বাজারে আসতে চলেছে OnePlus। OnePlus-এর আসন্ন বাজেট-ফ্রেন্ডলি স্মার্টওয়াচের নাম দেওয়া হয়েছে নর্ড ওয়াচ (Nord Watch)। খুব সম্ভবত আগামীতে নর্ড ওয়াচের পাঁচটা ভ্যারিয়েন্ট বাজারে আসতে চলেছে। মুকুল শর্মার শেয়ার করা তথ্য অনুসারে, তাঁর মোবাইলের মাধ্যমে এখনও পর্যন্ত বিভিন্ন ডিজাইনের প্রায় ৯১টি ছবি শেয়ার করা হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘড়িটি দু'টি ভিন্ন শেপে আসতে চলেছে। আপাতত ভাবে রেকট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্রাকার এবং সার্কুলার বা বৃত্তাকার শেপে আসতে চলেছে। সার্কুলার শেপে ওয়াচ দু'টি তাৎক্ষণিক ভাবে একই রকমের দেখতে হলেও সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এখনও পর্যন্ত যা খবর মিলছে তাতে, রেকট্যাঙ্গুলার শেপে গ্রাহকরা দু'টি অপশন পাবেন এবং সার্কুলার শেপে তাঁরা তিনটি পর্যন্ত ভিন্ন ভিন্ন ডিজাইনের নর্ড ওয়াচ পাবেন। এতে রেন্ডারের ডানদিকে দু'টি বাটন সহ একটি সার্কুলার ওয়াচ ও ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পাশে বড় সাইজের একটি বেজেলও রয়েছে। তিন নম্বর সার্কুলার ডিভাইসটিতে বেজেল ছাড়া মাত্র একটি বটন রয়েছে। তবে দুঃখের বিষয় এখনও পর্যন্ত ব্যাটারি পাওয়ার, কোন প্ল্যাটফর্মে চলবে বা অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে কিছুই তেমন জানা যায়নি।
advertisement
advertisement
রেকট্যাঙ্গুলার শেপের ভ্যারিয়েন্টগুলিতে ডানদিকে সিঙ্গেল বাটন সহ লগ ডিজাইন করা রয়েছে। 240 x 240px এবং 390 x 390px ডিসপ্লে সহ সার্কুলার মডেলগুলিতে স্ক্রিন রেজোলিউশনও রয়েছে। অন্য দিকে, রেকট্যাঙ্গুলার মডেলগুলিতে 240 x 280px বা 368 x 448px ডিসপ্লে সহ স্ক্রিন রেজোলিউশন রয়েছে।
advertisement
এখনও পর্যন্ত দামের বিষয়ে তেমন কিছু জানা যায়নি তবে, খুব সম্ভবত দু'টি সেটের দামই ভারতীয় মুদ্রায় ৫ হাজারের কাছাকাছি থাকবে। তবে OnePlus Watch-এর প্রাথমিক মূল্য ছিল $১৫৯ ছিল, তা বিবেচনা করেই এই Nord সিরিজের জন্য উল্লেখযোগ্য ভাবে অত্যন্ত কম দামে এগুলিকে বাজারে আনা হবে। কোম্পানির কথায়, ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণই তাদের প্রাথমিক লক্ষ্য। এর আগেও ওয়ানপ্লাস ওয়াচ নিয়ে ব্যবহারকারীদের প্রত্যাশা তুঙ্গে ছিল। তাই এবার কোম্পানি সব দিক থেকে ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দু'রকমের শেপ, পাঁচটা ভ্যারিয়েন্ট! OnePlus Nord Watch হয়ে উঠতে পারে আপনার প্রিয় গ্যাজেট!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement