Oneplus New Phone: স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর; অবশেষে সামনে এল OnePlus 13 লঞ্চের দিনক্ষণ, আবার OnePlus 13R-এর আত্মপ্রকাশের ইঙ্গিতও মিলল

Last Updated:

Oneplus New Phone: অবশেষে নিজেদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13-এর লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল OnePlus। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হল, OnePlus 13-কে সিরিজ হিসেবে ঘোষণা করেছে সংস্থা। যার অর্থ হল, OnePlus 13-এ থাকছে আরও কিছু ফোন।

 OnePlus 13
OnePlus 13
কলকাতাঃ অবশেষে নিজেদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13-এর লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল OnePlus। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হল, OnePlus 13-কে সিরিজ হিসেবে ঘোষণা করেছে সংস্থা। যার অর্থ হল, OnePlus 13-এ থাকছে আরও কিছু ফোন। এর মধ্যে অন্যতম হতে পারে OnePlus 13R। ফলে প্রত্যাশা বাড়ছেই।
আরও পড়ুনঃ ২০২৪-এ কী কী বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করেছেন ইউজাররা, ‘টপ ১০’ তালিকা প্রকাশ করল গুগল
আগামী ৭ জানুয়ারি ২০২৫ তারিখে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 13 সিরিজ। যার অর্থ হল, মাত্র ২ সপ্তাহের মধ্যেই আত্মপ্রকাশ করছে এই ডিভাইস। এর পাশাপাশি অবশ্য নিজেদের ফ্ল্যাগশিপ ইয়ার বাডস OnePlus Buds Pro 3-ও সামনে আনছে সংস্থা। আর সবথেকে বড় কথা হল, এই TWS ইয়ারফোনগুলি ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে ভারতে। তবে মনে করা হচ্ছে যে, নতুন ভার্সন হতে চলেছে আরও বেশি ফিচার-সহ একটা নতুন ভ্যারিয়েন্ট। এদিকে OnePlus 13-র কিছু ফিচারও নিশ্চিত করেছে OnePlus। যার থেকে স্পষ্ট যে, এই স্মার্টফোনের চিনা মডেলের মতো একই ফিচার স্পেসিফিকেশন থাকতে চলেছে। জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে প্রত্যেকটা খুঁটিনাটি।
advertisement
OnePlus 13 ফিচার এবং স্পেসিফিকেশন:
advertisement
ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে OnePlus 13। যার মধ্যে রয়েছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে। অর্থাৎ এর পূর্বসূরি OnePlus 12-র মতো একই মাপের হতে চলেছে ডিসপ্লে। OnePlus 13 স্মার্টফোনের স্ক্রিনে থাকবে ১২০ হার্ৎজের রিফ্রেশ রেট। সেই সঙ্গে স্মুদ ভিস্যুয়ালের জন্য রয়েছে QHD+ রেজোলিউশনও। যার ফলে একে থাকবে হাই ব্রাইটনেস ক্যাপাবিলিটি। ফলে রেগুলার মোডে তা পৌঁছে যাবে ১৬০০ নিটস পর্যন্ত এবং থাকবে ৪৫০০ নিটসের পিক ব্রাইটনেসও। আর এই নয়া ফিচারের ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত হবে। এর মধ্যে অন্যতম হল গ্লাভ-ফ্রেন্ডলি ইউজেবিলিটি এবং একটি ডায়নামিক লোকাল হাই রিফ্রেশ রেট।
advertisement
শীতের মরশুমে দিল্লির মতো জায়গায় প্রবল ঠান্ডা পড়ে। সেখানকার বাসিন্দাদের জন্য উপকারী হতে চলেছে এই ফোনের গ্লাভ কম্প্যাটিবিলিটি ফিচার। কারণ ওই ফোনের ফিচারের কারণে গ্লাভস পরেও ফোন অপারেট করতে পারবেন ব্যবহারকারীরা। আর লোকাল হাই রিফ্রেশ রেট টেকনোলজি আবার গতিশীল ভাবে ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে স্ক্রিনের রিফ্রেশ রেটকে অ্য়াডজাস্ট করে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ভিডিও দেখার সময় রিফ্রেশ রেট নেমে যেতে পারে। আবার কমেন্ট স্ক্রোল করার মতো কার্যকলাপের সময় রিফ্রেশ রেট ৬০ হার্ৎজ, ৯০ হার্ৎজ অথবা ১২০ হার্ৎজে উঠে যেতে পারে। আর Qualcomm’s Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত OnePlus 13।
advertisement
আবার OnePlus 13-র ব্যাটারি ক্যাপাসিটিতে উল্লেখযোগ্য আপগ্রেড আনা হয়েছে। আসলে OnePlus 12-এর ব্যাটারির ক্ষমতা ছিল ৫৪০০ mAh, সেখানে OnePlus 13-এর ক্ষেত্রে তা বাড়িয়ে ৬০০০ mAh করা হয়েছে। OnePlus-এর দাবি, ব্যাটারির ক্যাপাসিটি বৃদ্ধি হওয়ার ফলে একবার চার্জ করলে অনায়াসে ২ দিন চালানো যাবে ফোন। এর পাশাপাশি এই ডিভাইস ১০০ ওয়াট wired চার্জিং সাপোর্ট করে। আর ৫০ ওয়াটের wireless চার্জিংও সাপোর্ট করে। এর পাশাপাশি কম্প্যাটিবল কেসের মাধ্যমে magnetic wireless চার্জিংয়ের সুবিধাও রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ব্লাডসুগারের সাক্ষাৎ শত্রু! সকালে খালি পেটে খান এই ৫ খাবার! শরীর থেকে উপড়ে ফেলবে ডায়াবেটিস
আবার ক্যামেরার দিক থেকেও দারুণ হতে চলেছে OnePlus 13। কারণ এতে থাকছে এর পূর্বসূরির মতো ৫০ মেগাপিক্সেলের LYT-808 প্রাইমারি সেন্সর। কিন্তু টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্সের ক্ষেত্রে আপগ্রেড আনা হয়েছে। ফলে এখন এই দুই ক্ষেত্রেই রাখা হয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। এই ক্যামেরা সিস্টেমে Hasselblad ব্র্যান্ডিং রয়েছে। যা উন্নত ভিডিও কোয়ালিটির জন্য 4K/60fps Dolby Vision ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
advertisement
OnePlus 13-এ রয়েছে IP68 এবং IP69 রেটিং। অর্থাৎ উভয়ই ওয়াটার-রেজিস্ট্যান্ট এবং উচ্চচাপের ওয়াটার জেটের চাপ সহ্য করতে সক্ষম। এছাড়া অ্যাডিশনাল ফিচারের মধ্যে অন্যতম হল একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি নতুন অ্যাডভান্সড ভাইব্রেশন মোটর।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oneplus New Phone: স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর; অবশেষে সামনে এল OnePlus 13 লঞ্চের দিনক্ষণ, আবার OnePlus 13R-এর আত্মপ্রকাশের ইঙ্গিতও মিলল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement