Ola Electric scooter To Offer Reverse Mode: স্কুটারে থাকবে রিভার্স গিয়ার! ১৫ অগাস্ট চমক দিতে আসছে Ola
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
১৫ অগাস্ট আসছে ওলার স্কুটার। দাম কত হতে পারে জানেন? ৪৯৯ টাকা দিয়ে বুকিং করেছেন নাকি!
#নয়াদিল্লি: মাত্র ৪৯৯ টাকায় বুকিং শুরু হয়েছিল। অনেকেই বুকিং করেছিলেন। তাও আবার স্কুটারের দাম কী হবে তা না জেনেই। তবে ওলা যে দারুণ কিছু লঞ্চ করবে সেই ব্যাপারে প্রায় সবাই নিশ্চিত ছিলেন। পেট্রোল, ডিজেলের আকাশছোঁয়া দামের বাজারে ইলেকট্রিক ভেহিকেল বিকল্প হয়ে উঠতে পারে। আৎ এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে অনেক সংস্থা। ১৫ অগাস্ট ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে ওলা। অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন। কী কী ফিচার্স থাকবে, কেমন দেখতে হবে সেই স্কুটার, তা নিয়ে কৌতুহলের শেষ নেই। কারণ এখনও পর্যন্ত ওলার স্কুটারের যা প্রোমোশন করা হয়েছে তাতে দারুন কিছু আসছে বলেই আন্দাজ করা যায়। সংস্থাও প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চের মুহূর্ত মনে রাখার মতো করতে চাইছে।
ওলার সিইও ভাবেশ আগরওয়াল এরে একে স্কুটারের ফিচার্স তুলে ধরছেন। এদিন যেমন তিনি জানিয়েছেন, ওলার স্কুটারে থাকবে রিভার্স মোড। চার চাকায় যেমন থাকে রিভার্স গিয়ার, ঠিকস তেমনই। অর্থাত্, পা দিয়ে না ঠেলেও স্কুটার পিছনে সরানো যাবে। সাধারণত স্কুটারে এমন ফিচার্স থাকে না। দুচাকায় সাধারণত এই ফিচার্স-এর দরকার পড়ে না। পা দিয়ে ঠেলেই পিছনে সরাতে হয় স্কুটার বা মোটরসাইকেল। তবে ওলা এই সুবিধা দেবে গ্রাহকদের। এদিন ভাবেশ আগরওয়াল একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওলার স্কুটার রিভার্স মোড-এ চলছে। অর্থাত্, পিছনের দিকে ছুটছে। যা দেখে অনেকেই অবাক। ১৭ সেকেন্ডের সেই ভিডিও ব্যাপক শেয়ার হচ্ছে।
advertisement
You can reverse the Ola Scooter at an unbelievable pace, you can also reserve the Ola Scooter at an unbelievable price of ₹499 now!
— Ola Electric (@OlaElectric) August 7, 2021
See you on 15th August #JoinTheRevolution at https://t.co/5SIc3JyPqm pic.twitter.com/trTJLJBapM
advertisement
ভাবেশ ক্যাপশনে লিখেছেন '!won em ot netsiL'. যা কি না অনেকেই বুঝতে পারেননি। আসলে তিনি লিখেছেন Listen to me now! কিন্তু সেটা উল্টো করে লিখেছেন। স্কুটার পিছনে চলতে পারবে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন ক্যাপশন লিখেছেন তিনি। উল্লেখ্য, দশটি কালার অপশনে এই স্কুটার পাবেন গ্রাহকরা। ১৫ জুলাই শুরু হয়েছিল বুকিং। ২৪ ঘণ্টায় এক লাখ স্কুটার বুক হয়েছিল। ওলা গ্রাহকদের বাড়িতে স্কুটার ডেলিভারি করবে বলে জানিয়েছিল। সংস্থার তরফে এই স্কুটারের দাম এখনও জানানো হয়নি। তবে এই স্কুটারের দাম ৮৫ হাজার টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সাবসিডির ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।
view commentsLocation :
First Published :
August 08, 2021 5:26 PM IST