Digha : ১০ টাকায় দিঘা! ভাবতে পারবেন না, এত সস্তায় ঘুরে আসবেন! ভাবছেন তো কীভাবে? শুনে নিন

Last Updated:

Electric Scooter: ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বিপ্লব হতে পারে। লঞ্চ হয়েছে Odysse Sun Electric Scooter। শহুরে রাইডারদের কথা মাথায় রেখে তৈরি এই হাই-স্পিড ই-স্কুটার একবার চার্জে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

News18
News18
কলকাতা : ১০ টাকায়, বা তারও কমে দিঘা! ভাবছেন হেঁয়ালি, তাই তো? একেবারেই নয়। আপনি চাইলেই মাত্র ১০ টাকায় এবার ঘুরে আসতে পারবেন দিঘা বা মন্দারমনি।
ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বিপ্লব হতে পারে। লঞ্চ হয়েছে Odysse Sun Electric Scooter। শহুরে রাইডারদের কথা মাথায় রেখে তৈরি এই হাই-স্পিড ই-স্কুটার একবার চার্জে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। স্কুটারের দাম শুরু ৮১,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে।
অর্থাৎ খুব কম খরচে চার্জ দিয়ে আপনি চলে যেতে পারেন দিঘা। Odysse Sun স্কুটি আপনি দুটি ব্যাটারি প্যাকে পাবেন। একটি 1.95 kWh ব্যাটারি প্যাক, দাম ৮১,০০০ টাকা (এক্স-শোরুম)। আরেকটি 2.9 kWh ব্যাটারি প্যাক। দাম ৯১,০০০ টাকা (এক্স-শোরুম)। এই ব্যাটারি ভ্যারিয়েন্ট একবার চার্জ দিলে ১৩০ কিমি রাস্তা যাওয়া যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন- AC তাড়াতাড়ি খারাপ হয় কেন? তিনটে বড় কারণ, এরকম ভুল করলেই খরচের শেষ থাকবে না
অনেকেই অভিযোগ করেন, ই-স্কুটারের সর্বোচ্চ গতি খুব বেশি হয় না। ফলে গন্তব্যে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়। এই স্কুটি কিনলে আপনাদের সেই অভিযোগও হয়তো থাকবে না! কারণ এই স্কুটি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
advertisement
প্লাস-সাইজ এরগনোমিক ডিজাইন হওয়ায় এই স্কটুি নিয়ে লং রাইডে অসুবিধা হবে না। বসার জায়গা চওড়া, স্পোর্টি লুক এই স্কুটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
চারটি আকর্ষণীয় রঙে এই স্কুটি পাবেন— প্যাটিনা গ্রিন, গানমেন্টাল গ্রে, ফ্যান্টম ব্ল্যাক, আইস ব্লু। এলইডি লাইটিং, এভিয়েশন-গ্রেড সিট, ৩২ লিটার আন্ডার-সিট স্টোরেজ, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, হাইড্রোলিক মাল্টি-লেভেল অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার, ডিস্ক ব্রেক, চাবি ছাড়া স্টার্ট-স্টপ সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডাবল ফ্ল্যাশ রিভার্স লাইট, তিনটি রাইডিং মোড এই স্কুটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Digha : ১০ টাকায় দিঘা! ভাবতে পারবেন না, এত সস্তায় ঘুরে আসবেন! ভাবছেন তো কীভাবে? শুনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement